আপনার আমার বাড়ির ছোট্ট সদস্যের বেড়ে ওঠার সময়ের ঘনিষ্ঠ সঙ্গী সে । ওই যে কথায় বলে না, শয়নে, স্বপনে, জাগরণে...। সে কে ? একটু অপেক্ষা করতে হবে সেটা জানতে । তার আগে বরং আলাপটা অন্যভাবে শুরু করা যাক । নাম বারবারা মিলিসেন্ট বার্বি রবার্টস ৷ বাড়ি অ্যামেরিকার উইসকনসিনের উইলোসতে ৷ বাবা জর্জ পেশায় ইঞ্জিনিয়র ৷ মা মার্গারেট গৃহবধূ ৷ তিন ভাই-বোন ও মা বাবার সঙ্গেই থাকেন তিনি ৷ বোনের নাম স্কিপার ৷ আর রয়েছে যমজ দুজন টুট্টি ও টোড ৷ ভাবছেন সূদুর অ্যামেরিকায় থেকেও কী ভাবে তিনি আপনার বাড়ির ছোট্ট সদস্যের ঘনিষ্ঠ হয়ে উঠলেন ?
এর উত্তর জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে একটু পিছনের দিকে ৷ সালটা 1960 ৷ র্যানডম হাউজ়ের পক্ষ থেকে প্রকাশ করা বেশ কয়েকটি বই ৷ বারবারা মিলিসেন্ট বার্বি রবার্টসের জীবনী তুলে ধরা হয় বইগুলোতে ৷ সেখানে অবশ্য এই নামে পরিচিতি পাননি তিনি ৷ সেখানে পরিচিতি পেয়েছেন বার্বি নামে ৷ এবারে নিশ্চয় চিনতে পারছেন ৷ 'বার্বি' নামের সঙ্গে পরিচিত আমি আপনি সবাই ৷ এই বার্বিই তো আপনার বাড়ির ছোট্ট সদস্যের বেড়ে ওঠার সঙ্গী ৷ শুধু সঙ্গী বললে ভুলই হবে ৷ ওই যে শুরুতেই বললাম, ঘনিষ্ট সঙ্গী ৷ দোকান বা শপিং মল থেকে বার্বি কিনে সোজা বাড়িতে ৷ এরপর সেই বার্বিই কখন যে আপনার বাড়ির একজন সদস্য হয়ে যায় বুঝতেই পারেন না ৷ আপনার বাড়ির ছোট্ট সদস্যের মনজুড়ে সব সময় থাকে বার্বি ৷ তবে, এই বার্বিরও রয়েছে অন্য এক জগত ৷ তাঁর জগতে রয়েছে মা, বাবা ও ভাইবোনেরা ৷ পরিবার নিয়ে বেশ মজাতেই থাকে সে ৷