পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জেনে নিন বার্বির আসল পরিচয়

সহজে সামনে আসেনি বার্বির পরিচয় । 1960 সাল থেকে বার্বি নামে পরিচিত থাকলেও তার আসল পরিচয় সামনে আসে 2018 সালে । একটি টুইটবার্তায় নিজের পরিচয় সামনে আনেন বারবারা মিলিসেন্ট বার্বি রবার্টস । ওরফে বার্বি ।

Find out the true identity of Barbie
জেনে নিন 'বার্বির' আসল পরিচয়

By

Published : Aug 13, 2020, 7:00 AM IST

আপনার আমার বাড়ির ছোট্ট সদস্যের বেড়ে ওঠার সময়ের ঘনিষ্ঠ সঙ্গী সে । ওই যে কথায় বলে না, শয়নে, স্বপনে, জাগরণে...। সে কে ? একটু অপেক্ষা করতে হবে সেটা জানতে । তার আগে বরং আলাপটা অন্যভাবে শুরু করা যাক । নাম বারবারা মিলিসেন্ট বার্বি রবার্টস ৷ বাড়ি অ্যামেরিকার উইসকনসিনের উইলোসতে ৷ বাবা জর্জ পেশায় ইঞ্জিনিয়র ৷ মা মার্গারেট গৃহবধূ ৷ তিন ভাই-বোন ও মা বাবার সঙ্গেই থাকেন তিনি ৷ বোনের নাম স্কিপার ৷ আর রয়েছে যমজ দুজন টুট্টি ও টোড ৷ ভাবছেন সূদুর অ্যামেরিকায় থেকেও কী ভাবে তিনি আপনার বাড়ির ছোট্ট সদস্যের ঘনিষ্ঠ হয়ে উঠলেন ?

এর উত্তর জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে একটু পিছনের দিকে ৷ সালটা 1960 ৷ র্যানডম হাউজ়ের পক্ষ থেকে প্রকাশ করা বেশ কয়েকটি বই ৷ বারবারা মিলিসেন্ট বার্বি রবার্টসের জীবনী তুলে ধরা হয় বইগুলোতে ৷ সেখানে অবশ্য এই নামে পরিচিতি পাননি তিনি ৷ সেখানে পরিচিতি পেয়েছেন বার্বি নামে ৷ এবারে নিশ্চয় চিনতে পারছেন ৷ 'বার্বি' নামের সঙ্গে পরিচিত আমি আপনি সবাই ৷ এই বার্বিই তো আপনার বাড়ির ছোট্ট সদস্যের বেড়ে ওঠার সঙ্গী ৷ শুধু সঙ্গী বললে ভুলই হবে ৷ ওই যে শুরুতেই বললাম, ঘনিষ্ট সঙ্গী ৷ দোকান বা শপিং মল থেকে বার্বি কিনে সোজা বাড়িতে ৷ এরপর সেই বার্বিই কখন যে আপনার বাড়ির একজন সদস্য হয়ে যায় বুঝতেই পারেন না ৷ আপনার বাড়ির ছোট্ট সদস্যের মনজুড়ে সব সময় থাকে বার্বি ৷ তবে, এই বার্বিরও রয়েছে অন্য এক জগত ৷ তাঁর জগতে রয়েছে মা, বাবা ও ভাইবোনেরা ৷ পরিবার নিয়ে বেশ মজাতেই থাকে সে ৷

বার্বি ও তার পরিবারের সদস্যদের পরিচয় অতি সহজে সামনে আসেনি ৷ 1960 সাল থেকে বার্বি নামেই পরিচিত ছিল সে ৷ 2018 সালে একটা টুইটবার্তার মাধ্যমে সামনে আসে বার্বির আসর পরিচয় ৷ টুইটটি করা হয়েছিল বার্বির অ্যাকাউন্ট থেকে ৷ দিনটা ছিল 10 এপ্রিল ৷ পরিবারের সদস্যদের নিয়ে একটি ছবি পোস্ট করে বার্বি ৷ আর ক্যাপশনে সে লেখে 'Happy Siblings Day, from the Roberts sister's' ৷ 10 এপ্রিল যে 'Siblings Day', তা অবশ্য অজানা নয় ৷ ওই দিনই সকলকে সারপ্রাইজ় দেয় বার্বি ৷ মাত্র কয়েক মিনিট ৷ বার্বির টুইটে লাইক পড়ে প্রায় 10 হাজারের বেশি ৷ শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷

এ তো গেল বার্বির পরিচয়ের কথা ৷ এবারে আসা যাক তাঁর বয়ফ্রেন্ড কেন-এর কথায় ৷ যার পুরো নাম কেনেথ কারসন ৷ কেনথের বাবা ড. কার্ল ৷ কেনথের ছোটো ভাইয়ের নাম টোম্মি ৷ বার্বির সঙ্গে কেনথের প্রথম দেখা হয় 1961 সালে ৷ একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে আলাপ হয় তাদের ৷

সূদুর অ্যামেরিকা থেকে বার্বি ও কেন জায়গা করে নিয়েছে বিশ্বের প্রতিটি কোণায় ৷ এভাবেই আমার আপনার সকলের ভালোবাসায় এগিয়ে চলেছে বার্বির জীবন ৷

ABOUT THE AUTHOR

...view details