শ্রীপেরুমবুদুরের ( তামিলনাড়ু) , 21 মে : দুই মেয়ে ও এক ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি । ঘটনাটি তামিলনাড়ুর ভাদামঙ্গলামের শ্রীপেরুমবুদুরের । মৃত ব্যক্তির নাম অরুমুগাম । তাঁর দুই মেয়ে- রাজেশ্বরী ( 12) , শালিনী (10) এবং ছেলে সেথুরামন (8) ।
3 সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যক্তি - tamilnadu
তামিলনাড়ুতে দুই মেয়ে ও এক ছেলেকে খুন করে আত্মঘাতী ব্যক্তি ।
পেশায় শ্রমিক ছিলেন অরুমুগম । জানা গেছে, তিনি বড় মেয়েকে বাড়িতে খুন করার পর ছোটো মেয়ে এবং ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় কুয়োয় ফেলে দেন । এরপর নিজে বাড়ির পাশের একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন । ঘটনার সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না । তিনি কারখানায় কাজে গেছিলেন । কাজ শেষ করে বাড়িতে ফেরার পর অরুমুগামের স্ত্রী দেখেন, তাঁর বড় মেয়ে ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে । এরপর তিনি বাকি দুই সন্তানকে খুঁজতে শুরু করেন । কিন্তু তাদের না পেয়ে শ্রীপেরুমবুদুর থানায় ঘটনার কথা জানান ।
ঘটনাস্থানে পুলিশ এসে কুয়োর কাছ থেকে উদ্ধার করে বাকি দুই সন্তানের জামা । খবর দেওয়া হয় দমকল বিভাগে । পরে দমকল এসে কুয়ো থেকে নাবালক এবং এক নাবালিকাকে উদ্ধার করে । এবং অরুমুগামের দেহ পাওয়া যায় গাছ থেকে । প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে কেন এই খুন বা ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।