পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক

সন্ত্রাসে মদত ও অর্থ জোগান দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়রকে ।

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক

By

Published : Aug 10, 2019, 9:02 AM IST

Updated : Aug 10, 2019, 3:03 PM IST

শ্রীনগর, 10 অগাস্ট : সন্ত্রাসে মদত ও অর্থ জোগান দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়রকে । প্রায় এক সপ্তাহ ধরে রশিদকে জিজ্ঞাসাবাদ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA । NIA জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত ও অর্থ জোগান দেয় পাকিস্তান ও বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি । তাদের সাহায্য করত রশিদ । আজ দিল্লির পাটিয়ালা হাউজ় কোর্টে তোলা হলে বিচারক রশিদকে 14 আগাস্ট পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠান ।

NIA-এর এক আধিকারিক বলেন, "রশিদকে গতকাল আমরা গ্রেপ্তার করেছি । রশিদের সঙ্গে জ়াহুর ওয়াতালির আর্থিক লেনদেনের প্রমাণ আছে আমাদের কাছে । আর্থিক লেনদেন ছাড়াও রশিদ অন্যভাবে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করত, যার প্রমাণও আমাদের কাছে আছে ।"

শব্বির শাহ, ইয়াসিন মালিক, আশিয়া আন্দরবি ও মাসাররাত আলমের মতো বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন । ওয়াতালিও তাদের সঙ্গে একই মামলায় অভিযুক্ত । NIA জানিয়েছে পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ স্থাপনকারী সূত্র ওয়াতালি । ওয়াতালির বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান দূতাবাস থেকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার জন্য আর্থিক সাহায্য নিয়েছিল সে ।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন জঙ্গি ও হুরিয়ত নেতাদের জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগরাতে স্থানান্তরিত করা হয়েছে । প্রসঙ্গত এদের সকলকেই পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে ।

Last Updated : Aug 10, 2019, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details