পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালায় পুলিশের গুলিতে নিহত মাওবাদী - কেরালার ওয়াইনাডে নিহত 1 মাওবাদী

ওয়াইনাডের জঙ্গলে টহলদারির সময় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে দেখতে পায় । এরপর দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

one Maoist killed in Wayanad
কেরালার ওয়াইনাডে নিহত 1 মাওবাদী

By

Published : Nov 3, 2020, 10:53 PM IST

ওয়াইনাড, ৩ নভেম্বর : কেরালার ওয়াইনাডে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত এক মাওবাদী । আজ সকালে বলরাম কুন্নিল এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের ।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গলে টহলদারি চালাচ্ছিল । সেইসময় তাঁরা কয়েকজন সন্দেহভাজনকে দেখতে পান । এরপর দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । হামলাকারীদের বয়স ৩০ থেকে ৩৫ বছর । এই বিষয়ে বিশদে কোনও তথ্য দেয়নি কেরালা প্রশাসন । তবে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details