পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণনার সময় হিংসা হতে পারে, রাজ্যগুলিকে সতর্ক কেন্দ্রের - violence

গণনার সময় হিংসা হতে পারে । গণনায় ব্য়াঘাত সৃষ্টি করতে পারে । এই আশঙ্কায় সমস্ত রাজ্যকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলল কেন্দ্র ।

ফাইল ফোটো

By

Published : May 23, 2019, 12:16 AM IST

Updated : May 23, 2019, 2:02 AM IST

দিল্লি, 23 মে : আর কয়েকঘণ্টার অপেক্ষা । সকাল 8টা থেকে শুরু হবে ভোটগণনা । আর গণনার সময় হিংসা ছড়ানো এবং গণনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হতে পারে । এই নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিশ প্রধানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে ।

11 এপ্রিল থেকে সাতদফায় দেশের মোট 542টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে । তামিলনাডুর ভেলোর আসনে ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন । আর এই 542টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল আটটা থেকে ।

আর এই গণনার আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক । স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এমন মন্তব্য করেছেন যার জেরে গণনার সময় হিংসা ছড়াতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে । বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরায় এই সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

লোকসভা নির্বাচনে সাত দফাতেই ভোট হয়েছে পশ্চিমবঙ্গে । ভোটে হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা । এবার গণনার দিন হিংসার আশঙ্কা করে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র ।

Last Updated : May 23, 2019, 2:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details