পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিকিৎসার খরচ না দিতে পারায় দড়ি দিয়ে শয্যায় বেঁধে রাখা হল বৃদ্ধকে - Allegedly Over Non-Payment Of Bills

চিকিৎসার খরচ না দিতে পারায় দড়ি দিয়ে বিছানায় আটকে রাখা হল বৃদ্ধকে ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা ৷ ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের ৷

Elderly Man Tied To Madhya Pradesh Hospital Bed Allegedly Over Non-Payment Of Bills
চিকিৎসার খরচ না দিতে পারায় দড়ি দিয়ে বিছানায় আটকে রাখা হল বৃদ্ধকে

By

Published : Jun 7, 2020, 2:18 PM IST

ভোপাল, 7 জুন : চিকিৎসার খরচ মেটাতে পারেননি বৃদ্ধ ৷ তাই বেঁধে রাখা হল বেডের সঙ্গে ৷ মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা ৷ সেখানে এক বৃদ্ধাকে হাসপাতালের বিছানার সঙ্গে বেঁধে রাখা হল ৷ দোষ ছিল তিনি দিতে পারেননি চিকিৎসার খরচ ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য , তাঁর পেশিতে টানের ধরার জন্যই তাঁকে হাতে ও পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ৷

ঘটনাটি জানতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি সাজাপুরের ওই হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । জেলা হাসপাতালও বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ।

এই ব্যক্তির পরিবারের অভিযোগ, চিকিৎসার খরচ স্বরূপ 11 হাজার টাকা না দিতে পারায় তাঁকে হাসপাতালের বিছানার সঙ্গে বেঁধে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ওই ব্যক্তির মেয়ে জানায়, " আমরা ভরতির সময় 5 হাজার টাকার বিল জমা করেছিলাম ৷ কিন্তু চিকিৎসায় আরও কয়েকদিন বেশি সময় লাগে ৷ আমাদের কাছে টাকা না থাকায়, সেই টাকা দিতে পারিনি ৷ "

তবে , হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে তাঁর শরীরে খিঁচুনি লাগে ৷ সেকারণেই তাঁকে বেঁধে রাখা হয় । ওই হাসপাতালের একজন চিকিৎসক বলেন, " ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে তার খিঁচুনি লেগেছিল । সেকারণেই আমরা তাঁকে বেঁধে রেখেছিলাম ৷ যাতে নিজের ক্ষতি করতে না পারেন ৷ "

তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে বলেন, মানবিকতার খাতিরে ওই ব্যক্তির চিকিৎসার খরচেও ছাড় দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিষয়টি পর্যালোচনা করে তদন্তের নির্দেশ দিয়েছে সাজাপুর জেলা প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details