- লকডাউনের সময়ে নজরদারি চালাতে বিশেষ মোটরসাইকেল চালু করল দিল্লি পুলিশ ৷ মোটরসাইকেলে লেখা COVID পেট্রোল ৷
- রাজধানীতে সমস্ত বেসরকারি সংস্থার কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা মেটাতে দু'দিনের বিশেষ পাসের ব্যবস্থা করল দিল্লি সরকার ৷
- লকডাউন অমান্য করার জন্য আজ হিমাচলপ্রদেশে মোট 290 টি মামলা রজু করেছে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে 320 জনকে ৷ আটক করা হয়েছে 151 টি গাড়ি ৷
লকডাউন : বেসরকারি সংস্থার কর্মীদের বেতন মেটাতে বিশেষ পাস দিল্লিতে - লকডাউন সম্পর্কিত খবর
লকডাউনের অষ্টম দিন
18:44 April 01
দিল্লি, 1 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তর সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেকারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার অষ্টমদিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
12:16 April 01
- গুজব ছড়িয়েছিল খোলা হবে মদের দোকান ৷ আর তাতেই লম্বা লাইন কর্নাটকের গদাগের মদের দোকানের বাইরে ৷
12:08 April 01
- চেন্নাইয়ের পদি ফ্লাইওভারে বিশাল যানজট ৷ লকডাউনের কারণে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় বসেছে পুলিশ চেকপয়েন্ট ৷ তার জেরেই তৈরি হয়েছে এই যানজট ৷
11:19 April 01
- লকডাউনের মাঝেই ধর্মীয় সমাবেশ হয়েছিল দিল্লির নিজ়ামুদ্দিনে, যা থেকে নতুন করে বাড়ছে কোরোনা আতঙ্ক ৷ এবার সেই নিজ়ামুদ্দিন সংক্রমণমুক্ত করার কাজ করছে দিল্লি পৌরনিগম ৷
10:52 April 01
- সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই ভিড় বাড়ছে সবজি বাজারে ৷ লকডাউনের অষ্টম দিনে কর্নাটকের কালবুর্গিতে দেখা গেল এমনই ছবি ৷
07:01 April 01
- কোরোনা সতর্কতা সত্ত্বেও নিজ়ামউদ্দিনে জমায়েত তাবলিঘি জামাতের তালিবানি অপরাধ, বললেন মুক্তার আব্বাস নকভি । তাঁর কথায়, যারা সরকারের নির্দেশ অমান্য করে এত মানুষের জীবনকে বিপদের মুখে ফেলল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার ।
- লকডাউন অমান্য করে ফের ভিড় সবজি বাজারে । এবার কর্নাটকের কালাবুরাগি মার্কেট । উল্লেখ্য এরাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে ।
- দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার মসজিদে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া রাজ্যের সকলকে নিজে থেকে এগিয়ে আসার পরামর্শ দিল তামিলনাড়ু সরকার ।
- লকডাউনের অষ্টম দিনে সেনসেক্স পড়ল 379.61 পয়েন্ট ।
- লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত রাজ্যের অর্থনীতি । আগামীদিন সরকারি আধিকারিকদের বেতনে পরিবর্তন হতে পারে জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ।
- মহারাষ্ট্রে আরও 16 জন কোরোনায় আক্রান্ত । যাদের মধ্যে দু'জন পুনের বাসিন্দা । এনিয়ে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 320 ।
- লকডাউন উপেক্ষা করেই মুম্বইয়ে দাদারের একটি বাজারে ভিড় । গা ঘেঁষাঘেষি করেই চলছে সবজি কেনা ।
- কোরোনা মোকাবিলায় ভারতের পাশে রয়েছে অ্যামেরিকা । বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলে একথা জানালেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মিশেল পম্পেও ।
- কোরোনার জেরে ভবঘুরেদের দেওয়া হয়েছে আশ্রয় । দিল্লির প্রতাপগঞ্জে এমন একটি স্কুলে আর জায়গা না থাকায় বাইরে বসেই কাটছে বেশ কয়েকটি পরিবারের । যার জেরে মানা হচ্ছে না সামাজিক দূরত্বও ।
- মৃত্যুর খবর সামনে আসার পরই দিল্লির নিজ়ামউদ্দিনে ওই মসজিদ বন্ধ করে দেয় প্রশাসন । ভিতর প্রায় 800 জনকে বের করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় । এখনও পর্যন্ত চলছে সেই কাজ ।
- দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার একটি মসজিদে ধর্মীয় সভায় যোগ দেওয়া 6 জনের কোরোনা সংক্রমণে মৃত্যুু হয়েছিল রবিবার । তেলাঙ্গানায় একসঙ্গে 6 জনের মৃত্যুর খবর সামনে আসার পরই নড়েচড়ে বসে সব রাজ্যের প্রশাসন । খুঁজে বের করার কাজ শুরু হয় রাজ্যে কারা কারা, ক'জন ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিল । অন্ধ্রপ্রদেশ সরকার এমন 15 জনকে চিহ্ণিত করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল ।
Last Updated : Apr 1, 2020, 6:50 PM IST