পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাকের ধাক্কায় মৃত 8, আহত পাঁচ - villagers protest

দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় মৃত্যু হল আটজনের । আহত পাঁচ । বিহারের হালসি ব্লকের হালসি গ্রামের ঘটনা ।

দুর্ঘটনাস্থানে পুলিশের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

By

Published : Jul 11, 2019, 10:20 AM IST

লখিসরাই, 11 জুলাই: দু'জনকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল একটি ট্রাক । আটজনের মৃত্যু হয় । গুরুতর আহত হয়েছেন পাঁচজন । হলসি থানার হলসি গ্রামের ঘটনা ।

হলসি ব্লকের কাছে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল । অনুষ্ঠান চলাকালীন দ্রুত গতিতে আসা একটি ট্রাক বরযাত্রী ও আমন্ত্রিতদের পিষে দিয়ে কাছের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে । ঘটনাস্থানেই সাতজনের মৃত্যু হয় । আহতদের হলসি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে একজনের মৃত্যু হয় । গুরুতর আহত পাঁচজন আপাতত সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন : বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত 5

এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী লখিসরাই-সিকন্দ্রা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে পুলিশের আশ্বাস পেয়ে উত্তেজিত গ্রামবাসী অবরোধ তুলে নেয় ।

ABOUT THE AUTHOR

...view details