পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পালটা কামড়ে সাপ তিন টুকরো মত্ত ব্যক্তির ! - UP

মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পালটা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷

মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পাল্টা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷

By

Published : Jul 29, 2019, 7:23 PM IST

ইটা : সাপে-মানুষে ! সাপের কামড় খেয়েছে মানুষ, এটা এমন কিছু নতুন ঘটনা নয় ৷ কিন্তু উলটোটা যদি হয়? না, কোনও হলিউডের ছবি বা কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তবে এমনটাই ঘটেছে ৷ উত্তরপ্রদেশের ইটাতে কিন্তু এরকমই আজব কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি । মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পালটা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷ পরে সাপটিকে পুড়িয়ে দেয় রাজকুমার নামে ওই ব্যক্তির পরিবারের লোকজন ৷

ঘটনার পরই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক । কীভাবে এরকম ঘটালেন ওই ব্যক্তি? সাপকে কামড়ে টুকরো টুকরো করে দেওয়া কি সত্যিই সম্ভব ?

রাজকুমার নামের ওই ব্যক্তির বাবা জানান, রাতে সাপটি যখন তাঁর ছেলেকে কামড়ায় ৷ ছেলে সাপটি ধরে প্রথমে ৷ তারপর কামড়ে টুকরো টুকরো করে ফেলে ৷ ওই ব্যক্তির বাবা বাবু রাম বলেন, '' আমাদের সেই সাধ্যও নেই যে ছেলের ঠিকমতো চিকিৎসা করি ৷ কীভাবে এটা ও করল বুঝতে পারছি না ৷ "

ABOUT THE AUTHOR

...view details