পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শাহ ফয়সালের গৃহবন্দী থাকার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হল - Detention of Shah Faesal extended by 3 months

প্রাক্তন IAS অফিসার,রাজনীতিবিদ শাহ ফয়সালের গৃহবন্দী থাকার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন । জন নিরাপত্তা আইনের অধীনে এই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ।

ছবি
ছবি

By

Published : May 14, 2020, 10:49 PM IST

শ্রীনগর, 14 মে : প্রাক্তন IAS অফিসার, রাজনীতিবিদ শাহ ফয়সালের গৃহবন্দী থাকার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন । জন নিরাপত্তা আইনের (PSA) অধীনে এই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে । এই বিষয়ে শাহ বলেন , " আমাকে না জানিয়েই, আমর কোনও নথি-পত্র ও প্রমাণ দেখতে না চেয়েই বাড়িয়ে দেওয়া হল বন্দী থাকার মেয়াদ ।"

শাহর স্ত্রী এই বিষয়ে বলেন ," শ্রীনগর জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আমাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । কোনও নথি না দেখেই গৃহবন্দী থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে । "

প্রসঙ্গত, শাহ ফয়সাল হলেন কাশ্মীরের একজন মুক্তপন্থী , রাজনৈতিক নেতা । তিনি 2010 সালে জম্মু ও কাশ্মীর থেকে IAS পরীক্ষায় প্রথম হয়েছিলেন । কেন্দ্রীয় সরকারের 370 ধারা প্রত্যাহারের সময় থেকেই সোশাল মিডিয়ায় তৎপর ছিলেন তিনি । এরপর গত বছর অগাস্টে তিনি পরিকল্পনা করেন দিল্লি থেকে ইস্তাম্বুল যাওয়ার । এরপর শাহ দিল্লি বিমানবন্দরে এলে জন নিরাপত্তা আইন (PSA)-তে আটক করা হয় তাঁকে । ফেরত পাঠানো হয় শ্রীনগরে । সেখানেই গৃহবন্দী ছিলেন তিনি । এরপর শাহ অভিযোগ করেন যে, তাঁর পিপলস মুভমেন্ট পার্টির বেশ কিছু সমর্থককে অকারণে আটক করা হয়েছে কাশ্মীরে । টানা 6 মাস গৃহবন্দী থাকার পরে গতকাল সেই মেয়াদ বাড়িয়ে আরও 3 মাস করে দেওয়া হল । তবে তাঁর পিপলস মুভমেন্ট পার্টির বেশ কিছু সমর্থক যেমন মেহবুবা মুফতী, নাইম আক্তার, সারতাজ মাদনী এবং আলী মুহাম্মদ সাগরকে মুক্তি দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details