দিল্লি, 27 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগের রাতে বাতাসের গুণগত মান আরও খারাপ, জানিয়েছেন পরিবেশবিদরা । কিন্তু এবছরের পরিস্থিতি আগের বছরের থেকে একটু ভালো বলেই জানাচ্ছেন তাঁরা ।
সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) থেকে জানানো হয়েছে খুব কম সময়ের জন্য আজ দীপাবলির রাতে দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকার বাতাসের অবস্থা খুব খারাপ হবে । কিন্তু গতবারের মতো মারাত্মক আকার নেবে না ।
দীপাবলির আগেই বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছিল দিল্লিতে । অক্টোবর মাসে দু'বার "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে গতকাল এক ঘোলাটে দিন দেখে রাজধানী । আজও পরিস্থিতি একই রকম ছিল ।
দূষণসূচক বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছিল । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । পরিবেশবিদরা জানিয়েছিল, দিল্লির পরিস্থিতি এমন যে আজ ও কাল যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর ।
প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় "সেফ অ্যান্ড গ্রিন" আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল । তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ ।এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার ।