পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন - delhi health minister

দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ৷ জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে আজ সকালে হাসপাতালে ভরতি করা হয় ৷

delhi-health-minister-admitted-to-hospital
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

By

Published : Jun 16, 2020, 11:11 AM IST

Updated : Jun 16, 2020, 1:14 PM IST

দিল্লি, 16 জুন : দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ৷ আজ সকালেই তিনি ভরতি হয়েছিলেন হাসপাতালে ৷ জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তাঁকে দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয় ৷

সূত্রের খবর, তাঁর শরীরে কোরোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয় ৷ গতকাল রাত থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল ৷ এরপর আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় ৷

55 বছরের AAP নেতা টুইট করেন, " গতকাল রাতে প্রচন্ড জ্বর ও অক্সিজেনের লেভেল নেমে যাওয়ায় শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় আমায় দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সবাইকে দ্রুত আপডেট করা হবে ৷ "

গতসপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোরোনা পরীক্ষা করা হয় ৷ তাঁর রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে ৷ তাঁর জ্বর ও গলা ব্যাথা হয়েছিল ৷ কোরোনা উপসর্গ থাকায় তিনি পুরোপুরি সেলফ - আইসোলেশনে চলে যান ৷ বর্তমানে গোটা দেশে কোরোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ দিল্লিতে সংক্রমণের সংখ্যা প্রায় 42 হাজারেরও বেশি ৷

Last Updated : Jun 16, 2020, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details