পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণ রুখতে দিল্লির প্রতিটি বাড়িতেই করা হবে স্ক্রিনিং - COVID-19

দিল্লিতে ক্রমেই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে একাধিক ব্যবস্থা নেওয়া হল সেখানকার সরকারের তরফে ।

delhi
দিল্লিতে একদিনে সংক্রমণ সংখ্যা সর্বোচ্চ, 30 জুলাইয়ের মধ্যে চলবে বাড়ি বাড়ি স্রিনিং

By

Published : Jun 24, 2020, 1:06 PM IST

দিল্লি, 24 জুন : মঙ্গলবার দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 3 হাজার 947 জন ৷ যা একদিনে সর্বোচ্চ । এই পরিস্থিতিতে 6 জুলাইয়ের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে স্ক্রিনিং করা হবে বলে জানানো হয়েছে ।

রাজ্যে বেড়ে চলা কোরোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং দিল্লির মুখ্যমন্ত্রীর একাধিকবার বৈঠক হয় ৷ তারপরই দিল্লি সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, কনটেইনমেন্ট জ়োনগুলির প্রতিটি বাড়িতে 30 জুনের মধ্যে স্ক্রিনিংয়ের কাজ সম্পন্ন করা হবে ৷ দিল্লির 261টি কনটেইনমেন্ট জ়োনে রয়েছে প্রায় 62 হাজার কোরোনা আক্রান্ত ৷ এই এলাকাগুলিতে সংক্রমণ রুখতে বাড়ানো হচ্ছে নজরদারি ব্যবস্থা ৷

দিল্লি সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিদিন 2 হাজার 500 জনের বেশি সংক্রমিত হচ্ছে ৷ কনটেইনমেন্ট জ়োনগুলিতেই প্রায় 45 শতাংশ সংক্রমণ ছড়িয়েছে ৷

তামিলনাড়ুকে পিছনে ফেলে কোরোনায় আক্রান্ত রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি ৷ মহারাষ্ট্রের পরই ৷ তা মাথায় রেখেই কোরোনা সংক্রমণ রোখার পরিকল্পনাগুলিকে জেলা পর্যায়ে বাস্তবায়িত করার চেষ্টা চলছে ৷

রেড জ়োনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷ কনটেইনমেন্ট জ়োনগুলিতে CCTV-র সাহায্যে বিশেষ নজরদারি চালাবে দিল্লি পুলিশ ৷ বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সোয়াব টেস্ট এবং হোম আইসোলেশনের উপর ৷ ICMR-এর সংশোধিত নির্দেশিকা অনুসারে কনটেইনমেন্ট জ়োনগুলিতে খুব তাড়াতাড়ি অ্যান্টিজেন টেস্টিং করা হবে ৷

ঘনবসতিপূর্ণ এলাকার রোগীদের COVID-19 কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে । গত রবিবার নির্দেশিকা দিয়ে দিল্লি সরকারকে প্রতিদিন সংক্রমিত এবং মৃতের সংখ্যা জানাতে বলেছে কেন্দ্রীয় সরকার ৷

আজ সকালে অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, "দিল্লির হোম আইসোলেশন পরিকল্পনাটি খুব ভালোভাবে কাজ করছে । আমি ব্যক্তিগতভাবে অনেক রোগীর সঙ্গে ফোনে কথা বলেছি যাঁরা এই আইসোলেশনে আছেন । আমি কেন্দ্র এবং LG-কে অনুরোধ করছি যেন এটি বাড়ানো না হয় এবং এটিকে ফিরিয়ে দেওয়া উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details