পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিজ়ামুউদ্দিন ইশুতে মন্তব্য, হোয়াট্সঅ্যাপে হুমকি মনোজ তিওয়ারিকে - জামাত সদস্যদের বিরুদ্ধে বলায় হোয়াট্সঅ্যাপে হুমকিবার্তা মনোজ তিওয়ারিকে

এক অজ্ঞাতনামা ব্যক্তির থেকে হুমকি মেসেজ পেলেন মনোজ তিওয়ারি ৷ অজ্ঞাতনামা ওই ব্যক্তির পাঠানো লিঙ্কে দেখা যায় এক ব্যক্তি মনোজ তিওয়ারির উদ্দেশে হুমকি দিচ্ছেন ৷ পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

Delhi BJP chief Manoj Tiwari gets threatening message
জামাত সদস্যদের বিরুদ্ধে বলায় হোয়াট্সঅ্যাপে হুমকিবার্তা মনোজ তিওয়ারিকে

By

Published : Apr 4, 2020, 11:05 PM IST

দিল্লি, 4 এপ্রিল : এক অজ্ঞাতনামা ব্যক্তির থেকে হুমকি মেসেজ পেলেন মনোজ তিওয়ারি ৷ তিনি বর্তমানে দিল্লির BJP সভাপতি ৷ অভিযুক্ত ওই ব্যক্তি তাঁকে ফেসবুকের একটি ভিডিয়োর লিঙ্কও পাঠায় ৷ পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

জানা গেছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পাঠানো লিঙ্কে দেখা যায় এক ব্যক্তি মনোজ তিওয়ারির উদ্দেশে হুমকি দিচ্ছেন ৷ সম্প্রতি তবলিঘির জামাত সদস্যরা জমায়েত করে দিল্লিতে ৷ এরপর কিছুদিন আগে গাজ়িয়াবাদ হাসপাতালে নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা ৷ নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে তিওয়ারি যে কথা বলেছিলেন ৷ তার বিরুদ্ধে সতর্কবার্তা দিতে শোনা যায় ওই হুমকিদাতাকে ৷

মনোজ তিওয়ারি জানিয়েছেন, তিনি হুমকির বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বলেন, " এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গতকাল সন্ধ্যায় আমায় হোয়াটসঅ্যাপে হুমকি দেয় ৷ আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ আশা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে ৷ "

ABOUT THE AUTHOR

...view details