শ্রীনগর, 21 অগাস্ট : প্রশাসন দাবি করেছে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে । বুধবারও দিনের বেলা শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে প্রশাসন । সোমবার থেকে স্কুল খুলেছে । কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এখনও খুবই কম ।
বিধিনিষেধ শিথিল হলেও কাশ্মীরে এখনও ফাঁকা স্কুল - Article 370
সোমবার থেকে স্কুল খুলেছে । কিন্তু কাশ্মীরে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এখনও খুবই কম ।
এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত কড়াকড়ি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ । জম্মু ও কাশ্মীরের 22টির মধ্যে 12টি জেলায় জনজীবন এখন স্বাভাবিক । ধাপে ধাপে সব নিষেধাজ্ঞাই উঠে যাবে । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে কিছু বিষয়ে নজরদারি চলবে বলে জানিয়েছে প্রশাসন ।
অভিভাবকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে তারা সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না । প্রশাসন মোবাইল নেটওয়ার্ক চালু করেও তা ফের বন্ধ করে দেওয়ায় অভিভাবকদের আশঙ্কা আরও বেড়েছে ।