শিলচর, 3 অগাস্ট : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অসমের বরাক উপত্যকা ৷ রবিবার সন্ধের পর শিলচর শহরের কাছে সালুগ্রাম পুলিশ আউটপোস্ট এলাকায় সংঘর্ষ বাধে ৷ এরপর সালুগ্রাম পুলিশ আউটপোস্টের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে ৷
স্থানীয়দের বক্তব্য, 5 অগাস্ট রাম জন্মভূমি শিলান্যাস অনুষ্ঠানের জন্য কয়েকজন ওই এলাকার পোস্টার দিচ্ছিলেন ৷ সেইসময় কয়েকজন যুবক তাঁদের উপর হামলা চালায় ৷ তার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেটও ছোড়ে ৷