পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বলছে IMA

IMA জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । এবিষয়ে IMA-র চেয়ারপারসন চিকিৎসক ভি কে মঙ্গা বলেন, "সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।"

গ্রাফিক্স
গ্রাফিক্স

By

Published : Jul 19, 2020, 11:44 AM IST

দিল্লি, 19 জুলাই : দেশে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 হাজার । আর আজ দেশে কোরোনা আক্রান্ত হয়েছে 38 হাজার 902 জন । এই পরিস্থিতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) বলছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । খারাপ হচ্ছে পরিস্থিতি ।

অজ্ঞাত সূত্র থেকে কোরোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং যে কোনও জায়গায় নতুন ক্লাস্টার জ়োন তৈরি হওয়া গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে । একাধিক এলাকায় নতুন ক্লাস্টার জ়োন যখন তৈরি হচ্ছে তখন দেখা গেছে সংক্রমিতরা একে অপরের সংস্পর্শে আসেনি । এই বিষয়টি পর্যবেক্ষণের পর রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে গতকাল ঘোষণা করে কেরালা সরকার । তিরুবনন্তপুরমে গোষ্ঠী সংক্রমণের কথা সরকারিভাবে ঘোষণা করে তারা ।

এরপরই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, যে হারে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বোঝাই যাচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । এই বিষয়ে IMA-র চেয়ারপার্সন চিকিৎসক ভি কে মঙ্গা বলেন, "সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।"

তাঁর কথায়, "প্রতিদিনই দেশে 30 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । খুবই খারাপ পরিস্থিতি । এর পিছনে কয়েকটি কারণ রয়েছে । তবে চিন্তার বিষয় সংক্রমণ এখন গ্রামাঞ্চলেও ছড়াচ্ছে । এর থেকেই বোঝা যাচ্ছে যে দেশে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ।"

যদিও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি । সংক্রমণের নিরিখে অ্যামেরিকা এবং ব্রাজ়িলের পর বিশ্বে তিন নম্বরে থাকা সত্ত্বেও মন্ত্রক গোষ্ঠী সংক্রমণ নিয়ে মত পালটায়নি তারা ।

ভি কে মঙ্গা বলেন, "কোরোনা সংক্রমণ শহর ও গ্রামাঞ্চলে ছড়াতে শুরু করে দিয়েছে । যা আগামীদিনের জন্য খুবই ভয়ংকর । পরে পরিস্থিতি সামলানো চাপের হয়ে যাবে । দিল্লিতে সংক্রমণের মাত্রা বোঝা গেছে । কিন্তু মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকায় কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ ?"

তাঁর কথায়, বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক । ভাইরাস খুবই দ্রুত ছড়ায় । পরিস্থিতি সামলাতে তাঁর পরামর্শ, দু'টো উপায়ে পরিস্থিতি সামলানো যেতে পারে । প্রথম, যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের 70 শতাংশের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে এবং অন্যের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে ।

ABOUT THE AUTHOR

...view details