পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা জেরে শ্রমিকদের বেতন কাটা যাবে না: সুপ্রিম কোর্ট - Supreme Court on Gujarat notification

বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ওভারটাইম দেওয়া বন্ধ থাকুক । সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের এই সংক্রান্ত মামলায় শুনানি দিল সুপ্রিমকোর্ট । বলা হয়েছে, প্যান্ডেমিকের অর্থনৈতিক বোঝা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না । যার যা প্রাপ্য তাকে তা দিতেই হবে । তার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

Aa
Aa

By

Published : Oct 1, 2020, 6:35 PM IST

দিল্লি, 1 অক্টোবর : লকডাউনের জেরে দেশের অর্থনীতিতে ধস নেমেছে । অর্থনীতির শিরদাঁড়া যাঁদের বলা চলে সেই লাখ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন । বৃদ্ধি পেয়েছে বেকারত্ব । কাটছাঁট হয়েছে বেতন । কিন্তু এই আর্থিক বোঝার ভার শুধুমাত্র কর্মীদের উপর আরোপ করা যাবে না বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট । সম্প্রতি গুজরাত সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কর্মীদের ওভারটাইম দেওয়ার থেকে কারখানাগুলিকে ছাড় দেওয়া হোক বর্তমানে পরিস্থিতিতে । সেই আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট । বলা হয়েছে যার যা প্রাপ্য তা তাঁকে দিতেই হবে ।

এই মামলার রায় ঘোষণা করে ডি ওয়াইয়ের ডিভিশন বেঞ্চ । বলা হয়, COVID-19 প্যানডেমিক ও লকডাউনের জেরে কারখানাগুলি যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে সে সম্বন্ধে আদালত অবগত । তবুও এই আর্থিক বোঝা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না । প্যানডেমিকের কারণে শ্রমিকদের মর্যাদা ও যথাযথ মজুরি প্রদানের সংবিধিবদ্ধ বিধানগুলি অগ্রাহ্য করা যাবে না ।

আদালত রায় দিয়েছে, গুজরাত সরকারকে শ্রমিকদের অধিকারের বিষয়টি রক্ষা করতে হবে । কারণ এই প্যানডেমিকটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে জরুরি অবস্থায় পরিণত হয়নি । 1948-এর কারখানা আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে গুজরাতের শ্রমিক এবং কর্মসংস্থান সংগঠন । এই আইনের 59 ধারায় শ্রমিকদের দৈনিক কাজের সময়, সাপ্তাহিক কাজের সময়, বিশ্রামের জন্য সময়, ওভারটাইমে দ্বিগুণ বেতনের বিষয়গুলি উল্লেখ রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details