দিল্লি, 12 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । কোরোনা সংক্রমণ চিন্তার বিষয় বলেও উল্লেখ করেন তিনি । ভারতে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ লোকসভায় সেই প্রসঙ্গ টেনে জয়শংকর অন্য দেশে পর্যটন আপাতত স্থগিত রাখার পরামর্শ দেন ।
এখনও পর্যন্ত ভারতে 73জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । গত দু'সপ্তাহে বেড়েছে কোরোনা সংক্রমণের সংখ্যা । সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন কেরালায় ।
আজ লোকসভায় অধিবেশন চলাকালীন ভারতে কোরোনা সংক্রমণের প্রসঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী । এস জয়শংকর বলেন, "কোরোনা সংক্রমণ একটি চিন্তার বিষয় । ব্যতিক্রম কেসগুলির ক্ষেত্রে বিশেষ পদক্ষেপের প্রয়োজন রয়েছে । এই সময় অন্য দেশে পর্যটন স্থগিত রাখার কথা বলা হচ্ছে । কারণ তা শুধুই সংক্রমণের সংখ্যা বাড়াবে ।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোরোনা সংক্রমণকে প্যানডেমিক বলা হয়েছে । এরপরই কোরোনা সংক্রমণ রুখতে একাধিক উদ্যোগ নিয়েছে দেশগুলি । ভারতের তরফেও কয়েকটি পদক্ষেপ করা হয়েছে । ভারতে আসার জন্য টুরিস্ট ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । 15 এপ্রিল পর্যন্ত ভারতে আসার সমস্ত টুরিস্ট ভিসা বাতিল করা হবে ৷
ইরানে ভারতের যে নাগরিকরা রয়েছেন, তাঁদের নিয়েও আজ লোকসভায় উদ্বেগ প্রকাশ করেন জয়শংকর । তিনি বলেন, "ইরানের একাধিক জায়গায় 6000 ভারতীয় রয়েছেন । তাঁদের মধ্যে 1100 জন তীর্থযাত্রী । তাঁরা লাদাখ, জম্মু-কাশ্মীর এবং মহারাষ্ট্র থেকে ইরানে গিয়েছিলেন । কেরালা, তামিলনাড়ু এবং গুজরাত থেকে 1000 মৎস্যজীবী জীবিকার জন্য ইরানে দীর্ঘসময় ধরে রয়েছেন । পড়াশোনার জন্য জম্মু-কাশ্মীর থেকে 300 ছাত্র-ছাত্রী ইরানে রয়েছেন । "
ইরানে যে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছেন তাঁদের বাবা-মার সঙ্গে দেখা করেছেন বলেও আজ জানান জয়শংকর । তিনি বলেন, "আমি সম্প্রতিই শ্রীনগর গিয়েছিলাম । ইরানে যে সকল ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন তাঁদের বাবা-মা-এর সঙ্গে দেখা করার উদ্যোগ নিই । তাঁদের চিন্তার কারণ বুঝতে পারি । আমি তাঁদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি ।" ইরানে পড়াশোনা করা ভারতীয় ছাত্র-ছাত্রীদের যত শীঘ্র সম্ভব ফেরানোর জন্য পদক্ষেপ করবে ভারত সরকার । একথাও আজ লোকসভায় জানিয়েছেন বিদেশমন্ত্রী ।
ইরানে ভারতীয় ছাত্র-ছাত্রীদের পরিস্থিতি সম্পর্কে জানার ইতিমধ্যেই চেষ্টা চলছে । ইরানের ভারতীয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে কেন্দ্রকে দ্রুত যোগাযোগ করার কথা আজ বলে দিল্লি হাইকোর্ট । তাঁদের এই বিষয়ে নিশ্চিত করার কথাও বলে । আদালতের তরফে আরও জানানো হয়, যদি ইরানে থাকা ভারতীয়দের ফেরানোর জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ করে থাকে সেক্ষেত্রে তার স্টেটাস রিপোর্টও জমা দিতে হবে ।
বিশ্বে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণের কারণে 4500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশে প্রতি মুহূর্তে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা । 100টি দেশের এক লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । দেশেও প্রতিমুহূর্তে বাড়ছে কোরোনা সংক্রমণ । এই মুহূর্তে দাঁড়িয়ে সবরকমভাবে কোরোনা প্রতিরোধের চেষ্টা করছে কেন্দ্র । প্রতিরোধের চেষ্টা করছে রাজ্যগুলিও । হাসপাতালগুলিতে বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন আক্রান্তরা ।