পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের নতুন রেকর্ড , দেশে কোরোনায় আক্রান্ত 2 লাখ 66 হাজার 598 - India corona cases in one day

একদিনে দেশে কোরোনা আক্রান্ত হল 9987 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । এর আগে একদিনে সেই সংখ্যাটা ছিল 9 হাজার 983 জন ।

Corona
ছবিটির প্রতীকী

By

Published : Jun 9, 2020, 11:49 AM IST

দিল্লি , 9 জুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 9987 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট কোরানা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 66 হাজার 598 ।

বাড়ছে মৃত্যুর সংখ্যাও । দেশে মোট মৃত্যু হয়েছে 7466 জনের । গত ২৪ ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 331 জন । সুস্থও হয়েছেন অনেকে । বর্তমানে দেশে সুস্থ হয়েছেন 1 লাখ 29 হাজার 214 জন ।

লকডাউনের নতুন পর্বে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5 টি রাজ্য ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত ও রাজস্থান ৷ দেশে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । সংখ্যাটা প্রায় ৯০ হাজারের কাছাকাছি । অন্যদিকে , তামিলনাড়ুতে কোরোনায় সংক্রমিত হয়েছেন 33,229 জন ।

দেশের এই কোরোনা পরিস্থিতির মধ্যেই কাল থেকে শপিংমল , হোটেল , রেস্তরাঁ খুলে গেছে । খুলেছে ধর্মীয় স্থানগুলিও । এই স্থানগুলি পুনরায় চালু করার ক্ষেত্রে বেড়েছে আরও নিষেধাজ্ঞা ৷ কনটেইনমেন্ট জ়োনের ক্ষেত্রে আরও জোরদার হয়েছে নিয়ম ৷

ABOUT THE AUTHOR

...view details