ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাইভ : 24 ঘণ্টায় মহারাষ্ট্রে কোরোনায় সংক্রমিত 12,614 জন - আনলক 3

Unlock
আনলক
author img

By

Published : Aug 16, 2020, 7:04 AM IST

06:39 August 16

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • গত 24 ঘণ্টায় গুজরাতে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 94 জন ।
  • মহারাষ্ট্রে একদিনে কোরোনায় সংক্রমিত হয়েছে 12 হাজার 614 জন । মৃত্যু হয়েছে 322 জনের ।

06:16 August 16

  • রাজস্থানে একদিনে নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে 1 হাজার 287 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 59 হাজার 979 জন ।
  • শেষ বুলেটিন অনুযায়ী , কর্নাটকে একদিনে কোরানায় আক্রান্ত হয়েছে 8 হাজার 818 জন । মৃত্যু হয়েছে 114 জনের ।
  • কোরোনায় আক্রান্ত রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি ।

ABOUT THE AUTHOR

...view details