দিল্লি, ১৭ মার্চ : উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আজ এনিয়ে বিবৃতি দেন কংগ্রেস নেতা রাজ বব্বর। তিনি জানান, আসনগুলি অখিলেশ-মায়াবতী জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মুলায়াম সিং যাদব ও তাঁর পুত্রবধূ ডিম্পল যে আসনগুলি থেকে লড়বেন সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। তা ছাড়া রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং এবং জয়ন্ত চৌধুরির আসনেও প্রার্থী দেবে না কংগ্রেস। তবে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াবতীর আসনটিতেও কংগ্রেস প্রার্থী দিচ্ছে না।
কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না বলে জানিয়েছিলেন বহুজন সমাজ পার্টির (BSP) সুপ্রিমো মায়াবতী। এক বিবৃতিতে BSP-র তরফে বলা হয়, "কোনও অবস্থাতেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বহুজন সমাজ পার্টি।" বিবৃতিতে আরও জানানো হয়েছিল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে পারস্পরিক বিশ্বাস ও সদি চ্ছার উপর নির্ভর করেই গড়ে উঠেছে SP-BSP জোট।