পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মুখ্যমন্ত্রী ভয়ে নাটক করছেন", কেরালা সোনা পাচারকাণ্ডে মন্তব্য বিরোধীদের - পিনারাই বিজয়ন

কেরালায় কূটনৈতিক ব্যাগে করে সোনা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি কপালে ভাঁজ ফেলেছে শাসকদল ও মুখ্যমন্ত্রীর ৷ দাবি বিরোধীদের ৷

gold smuggling case, Kerala
কেরালা সোনা পাচার কাণ্ড

By

Published : Nov 3, 2020, 11:00 AM IST

ত্রিবান্দাম, 3 নভেম্বর : সোনা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। এই আশঙ্কায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধিতা করছেন তিনি, অভিযোগ বিরোধীদের ৷ কংগ্রেস এবং BJP উভয়পক্ষের অভিযোগ, "মুখ্যমন্ত্রী ভয়ে নাটক করছেন" ৷

বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা বলেন, "বিজয়ন ভয় পেয়েছেন, কারণ তিনি নিশ্চিত তদন্তের গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর কাছে পৌঁছাবেন ৷ তবে তদন্ত শুরুর প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশংসা করেছিলেন তিনি ৷ তিনি আরও বলেন, "CPI(M) এবং মুখ্যমন্ত্রী এই তদন্তের ফলাফল নিয়ে যথেষ্ট চিন্তিত ৷ ধীরে ধীরে আসল চেহারা প্রকাশ্যে আসছে ৷ সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে সেটা স্পষ্ট হয়েছে ৷ "

এ বিষয়ে রাজ্য BJP-র সভাপতি কে সুরেন্দ্রান বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঠিক দিকেই এগোচ্ছে ৷ আর সে কারণেই কপালে ভাঁজ পড়েছে শাসকদলের ৷ " তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী (পিনারাই বিজয়ন) দাবি করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর অনুরোধেই সোনা পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে ৷ কিন্তু এখন তিনি মর্মাহত, কারণ তদন্তের গতিপ্রকৃতি তাঁর দিকে এগোচ্ছে ৷ তাই তিনি এখন সরাসরি তদন্তকারী আধিকারিকদের হুমকি দিচ্ছেন ৷ তাঁদের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ৷"

কে সুরেন্দ্রান জানান, BJP-র তরফে আগেই এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে তদন্ত যত এগোবে, বিজয়নের ব্যবহারে পরিবর্তন দেখা যাবে ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে তিনি বলেন, "এই তদন্ত কেরালা নয় বরং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৷ "

ABOUT THE AUTHOR

...view details