হুবলি (কর্নাটক), 31 অক্টোবর : কোরোনা ভাইরাসের জেরে বন্ধ স্কুল । পড়ুয়াদের ভরসা অনলাইন মাধ্যম । কিন্তু দেশের বহু প্রান্তে নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন পড়াশোনার সুবিধা পাচ্ছে না পড়ুয়ারা । এই পরিস্থিতিতেও সব বাধা পেরিয়ে হুবলির ক্লাস থ্রি-র এক পড়ুয়া হোমওয়ার্ক শেষ করে 35 কিলোমিটার পাড়ি দিল শিক্ষিকার কাছে জমা দিতে ।
শিক্ষিকার কাছে হোমওয়ার্ক জমা দিতে 35 কিলোমিটার পাড়ি - কর্নাটক
লকডাউনের পর থেকে অনলাইনে পড়াশোনা করত পবন কান্তি । নেটওয়ার্কের সমস্যার জন্য হোমওয়ার্ক জমা দিতে পারছিল না ।
বছর আটের পবন কান্তি । লকডাউনের আগে আবাসিক স্কুলে পড়াশোনা করছিল । কর্নাটকের ইয়ারিবুদিহালা গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকে । অনলাইনে ক্লাস শুরুর পর থেকে গ্রামে নেটওয়ার্কের সমস্যার কারণে তার পড়াশোনায় সমস্যা হত । এদিকে পবনের পড়াশোনার উৎসাহ দেখে তার মা পার্বতী ব্যবস্থা নেন । তিনি পবনের শিক্ষিকা অনুসূয়া সৃজনের কাছে যান । সবদিক দেখে শিক্ষিকা সিদ্ধান্ত নেন, পবনকে একমাসের হোমওয়ার্ক দেবেন । সেইমতো পবন এক মাসের মধ্যে সমস্ত হোমওয়ার্ক শেষ করে । এরপর বাবা-মায়ের সঙ্গে সে ইয়ারিবুদিহালা থেকে 35 কিলোমিটার দূরে হুবলিতে শিক্ষিকার বাড়ি পাড়ি দেয় ।