দিল্লি, 22 জানুয়ারি : কাশ্মীরের শিশুরাও জাতীয়তাবাদী ৷ তাদের অন্যভাবে দেখা উচিৎ নয় ৷ কখনও কখনও কিছু মানুষ তাদেরকে জীবনের সঠিক পথটি না দেখিয়ে, ভুল পথে চালিত করে ৷ কাশ্মীরের বর্তমান যে পরিস্থিতি তার জন্য সেখানকার শিশু বা যুব সমাজকে দায়ি করা ঠিক নয় ৷ এরজন্য দায়ি গুটিকয় কিছু মানুষ, যারা তাঁদের ভুলপথে চালিত করে ৷ কাশ্মীর প্রসঙ্গে আজ এই কথাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
কাশ্মীরের শিশুরাও জাতীয়তাবাদী, বললেন রাজনাথ - Ministry of Defense
কিছুদিন আগেই CDS বলেছিলেন, কাশ্মীরের 10-12 বছরের ছেলেমেয়েরাও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ এরপরেই আজ প্রতিরক্ষামন্ত্রী বললেন, কাশ্মীরের শিশু বা যুব সমাজকে এই পরিস্থিতির জন্য দায়ি করা যায় না ৷
দিনকয়েক আগেই CDS বিপিন রাওয়াত বলেছিলেন, কাশ্মীরের দশ থেকে বারো বছর বয়সের ছেলেমেয়েরাও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ ঠিক তার পরে পরেই প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷
পাশাপাশি তিনি আশ্বস্ত করলেন ভারত-চিন সীমান্ত এলাকার বাসিন্দাদেরও ৷ চিনা সেনারা মাঝে মাঝেই সীমান্তবর্তী এলাকার মানুষদের উপর হামলা চালায় বলে অভিযোগ করে সেখানকার বাসিন্দারা ৷ তিনি সেই প্রসঙ্গে সীমান্তের মানুষদের আশ্বাস দিয়ে বলেন, " আমাদের দেশের সেনার উপর আস্থা রাখুন ৷ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই ৷ "