দিল্লি, ২১ ফেব্রুয়ারি : পাকিস্তানকে জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ভারত। আজ টুইট করে এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় জলসম্পদ-উন্নয়ন মন্ত্রী নীতিন গড়করি। টুইটে লেখেন, "আমাদের সরকার পাকিস্তানের সঙ্গে জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা নদীর গতির দিক পরিবর্তন করব। যা পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মানুষ ব্যবহার করতে পারবেন।"
পাকিস্তানকে জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ভারতের - nitin gadkari
পাকিস্তানের সঙ্গে জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। টুইটে জানালেন নীতিন গড়করি।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। ঘটনার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এরপর পাকিস্তানকে নাম না করে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ভারতের মাটিতে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেছে বিদেশমন্ত্রক। এরপরই আজ পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত।
নীতিন গড়করি টুইটে জানান, শাহপুর-কান্দিতে রাভী নদীর উপর একটি বাঁধ নির্মাণ করা হবে। সেই জল জম্মু ও কাশ্মীরের মানুষদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। উদবৃত্ত জল রাভী ও বিয়াস নদী দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।