পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিযায়ী শ্রমিকদের খবর রাখতে অনলাইন ড্যাশবোর্ড তৈরি কেন্দ্রের - corona outbreak

লকডাউনে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে তৎপর ৷ তাদের সুবিধার্থে ও তাদের গতিবিধি নজর রাখতেই এই ড্যাশবোর্ড লঞ্চ করল কেন্দ্র ৷ অন্যান্য রাজ্যের সঙ্গে কথা বলে আজ স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানান, ইতিমধ্যেই কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ৷

Centre Launches Online Dashboard For Monitoring Movement Of Migrant Workers
পরিযায়ী শ্রমিকদের খবর রাখতে অনলাইন ড্যাশবোর্ড লঞ্চ তৈরি করল কেন্দ্র

By

Published : May 17, 2020, 12:41 AM IST

দিল্লি, 16 মে : একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরি করল কেন্দ্র ৷ পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরের কথা মাথায় রেখেই এই ড্যাশবোর্ড বানাল কেন্দ্র ৷ দেশব্যাপী চলছে লকডাউন ৷ লকডাউনে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে তৎপর ৷ তাঁদের সুবিধার্থে ও তাঁদের গতিবিধি নজর রাখতেই এই ড্যাশবোর্ড লঞ্চ করল কেন্দ্র ৷ অন্যান্য রাজ্যের সঙ্গে কথা বলে আজ স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানান, ইতিমধ্যেই কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ৷

তিনি বলেন, " শ্রমিকদের গতিবিধির উপর নজর রাখতে ও তাঁদের সঠিকভাবে স্থানান্তরের দিকটি দেখতে এই ড্যাশবোর্ডটি তৈরি করেছে ন্যাশানাল ডিজ়্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) ৷ এই অনলাইন ড্যাশবোর্ডের নাম ন্যাশানাল মাইগ্রেন্ট ইনফরমেশন সিসটেম (NMIS) ৷ এটি পাওয়া যাবে NDMA-GIS নামের অনলাইন পোর্টালে ৷ "

অজয় ভাল্লা বলেন, " এই পোর্টালটির দেখাশোনা করবে কেন্দ্রের একটি দল ৷ এর মাধ্যমে প্রয়োজনমতো রাজ্য ও জেলাগুলিতে সাহায্য পাঠানো হবে ৷ এই পোর্টাল দ্রুত যোগাযোগে সাহায্য করবে ৷ ফিল্ড অফিসারদের ক্ষেত্রে বিষয়টি সুবিধার হবে ৷ এর মাধ্যমে একটি ট্র্যাকিং ব্যবস্থা অঞ্চলভিত্তিক কোরোনার রেসপন্স হিসেবে কাজ করবে ৷ " তিনি আরও বলেন, " আমি আবেদন করছি ৷ আপনারা NMIS - এর অনলাইন পোর্টালটি ব্যবহার করুন ৷ এতে কেন্দ্র - রাজ্য ও রাজ্যের অন্তর্বতী শ্রমিকদের সুবিধা হবে ৷ তাদের গতিবিধির উপর নজর রাখা যাবে ৷ "

যদিও ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান সংগ্রহ করেছে রাজ্যগুলি ৷ সেই তথ্য API - এর মাধ্যমে এই পোর্টালে আপলোড করা যাবে ৷ রাজ্য পাঠানো চিঠিতে জানানো হয়েছে , এই পোর্টালের মাধ্যমে রাজ্যগুলি কতজন শ্রমিক কোথায় আছেন ও কতজন বাড়ি পৌঁছেছেন তা জানতে পারবে ৷ শ্রমিকদের মোবাইল নম্বরগুলি থেকে তাদের ট্র্যাক করে তাদের গতিবিধির উপর নজর রাখা যাবে ৷ এছাড়াও এই পোর্টালে প্রতি শ্রমিকের আলাদা একটি করে নিজস্ব ID জেনারেট হবে ৷ সেগুলি তাঁদের ট্রানজ়্যাকশনের ক্ষেত্রে কাজে লাগবে ৷ কেন্দ্রের নোডাল মন্ত্রকও পোর্টাল থেকে বিষয়টি দেখাশোনা করবে পারবেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details