পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

11 ও 13 জুলাই CBSE-র ফলপ্রকাশ - দিল্লি

ফলপ্রকাশের দিন ঘোষণা করল CBSE বোর্ড ৷ 11 জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ও 13 জুলাই বিকেল চারটেয় দশম শ্রেণির ফলপ্রকাশ হবে ৷

ফল প্রকাশ
ফল প্রকাশ

By

Published : Jul 9, 2020, 4:51 PM IST

দিল্লি, 9 জুলাই : আজ একটি বিবৃতিতে ফল প্রকাশের দিন ঘোষণা করল CBSE বোর্ড ৷ 11 জুলাই প্রকাশ করা হবে দ্বাদশ শ্রেণির ফল এবং 13 জুলাই প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল ৷

CBSE-র তরফে আজ বিবৃতিতে জানানো হয়, প্রচুর চাহিদা ও ছাত্রছাত্রীদের দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের কথা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ 11 জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে ৷ পাশাপাশি, 13 জুলাই বিকেল চারটেয় প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল ৷

এতদিন ধৈর্য্য ধরে পাশে থাকার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের ধন্যবাদও জানিয়েছে বোর্ড ৷

কোথায় পাওয়া যাবে এই ফল ?

CBSE-র তরফে দেওয়া বিবৃতিতে দেওয়া হয়েছে কিছু ওয়েবসাইটের নাম ৷ যেখান থেকে সরাসরি জানা যাবে ফল ৷ সেগুলি হল-

cbseresults.nic.in

results.nic.in

cbse.nic.in

ফল প্রকাশের পর কী কী পদক্ষেপ করা হবে তা পরে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলেও বোর্ডের তরফে উল্লেখ করা হয়েছে ৷

অন্যদিকে, CBSE-র সিলেবাস কমানোয় শুরু হয়েছিল সমালোচনা ৷ কোরোনা আবহে এভাবে সিলেবাস কমানোর বিষয়ে অনেকে চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷

2020-21 শিক্ষাবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের প্রায় 190টি বিষয়ের সিলেবাস 30 শতাংশ কমিয়েছে CBSE ৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, বাতিল হওয়া সিলেবাস থেকে কোনও প্রশ্ন পরীক্ষায় আসবে না ৷

আজ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইট করেন, "CBSE সিলেবাস থেকে কিছু বিষয় বাদ দেওয়ার বিষয়ে অনেকগুলি অজ্ঞাত মন্তব্য রয়েছে । এই মন্তব্যগুলির সঙ্গে সমস্যাটি হল, তারা কোনও মিথ্যা বর্ণনাকে চিত্রিত করার জন্য কয়েকটি বিষয়কে যুক্ত করে চাঞ্চল্য তৈরি করছে ৷"

গণতান্ত্রিক অধিকার, ভারতের খাদ্য সুরক্ষা, মৈত্রীতন্ত্র, নাগরিকত্ব ও ধর্মনিরপেক্ষতার মতো অধ্যায়গুলি স্কুলের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে ৷ এই বোর্ডের তরফে বলা হয়েছে, এগুলি কমানো হলে এই প্যান্ডেমিকের মধ্যে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও চাপ কমবে ৷

কিন্তু, সিলেবাস কমানোর বিষয়ে কেন্দ্রের এই পদক্ষেপ সমালোচনার মুখে পড়ে ৷ ওই অধ্যায়গুলি সিলেবাস থেকে সরিয়ে দেওয়ার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি টুইট করেন, "আমি জানতে পেরে অবাক যে, কোরোনা সংকটের বাহানা দিয়ে নাগরিকত্ব, মৈত্রীতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলিকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷"

গতকাল CBSE-র তরফে জানানো হয়, মিডিয়ায় ভুলভাবে উল্লেখ করা বিষয়গুলির প্রত্যেকটি NCERT-র বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এটি বোর্ডের সমস্ত অনুমোদিত স্কুলগুলির জন্য কার্যকর করা হয়েছে ৷ আজ স্কুলগুলিকে এই ক্যালেন্ডার অনুসরণ করতে বলেছেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details