মুজাফরনগর, 15 জুন : দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হল মামলা । জাতীয় সড়কের কাছের একটি জলাভূমিতে বাইক দুর্ঘটনায় মারা যান এক ব্যক্তি । তারপরই মামলা দায়ের করা হয় ।
দুর্ঘটনার জেরে NHAI-র বিরুদ্ধে মামলা দায়ের - Muzaffarnagar
আজ দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা । গতকাল রাতে একটি বাইক দুর্ঘটনা হয় । মারা যান 1 জন । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।
ছবি
স্থানীয় থানার ইনচার্জ অনিল কাপুরভান জানিয়েছেন, গতকাল রাতে দুর্ঘটনাটি হয় । বাইকটিতে দুই ভাই ছিলেন । রাস্তার ডিভাইডারে এসে বাইকটির সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই একজন প্রাণ হারান । অন্যজন গুরুতর আহত হয়েছেন ।
পরিবারের দাবি ওই রাস্তার অবস্থা খুবই খারাপ । প্রচুর গর্ত রয়েছে সেখানে । তা সত্ত্বেও রাস্তার মেরামত করা হয়নি । যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । তাঁদের অভিযোগের ভিত্তিতে রাস্তা মেরামত না করার জন্য NHAI-এর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ।