দিল্লি, ১২ ফেব্রুয়ারি : আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে। তবে রিপোর্টটিতে দাম নিয়ে কোনও উল্লেখ নেই বলে CAG সূত্রে খবর। ফলে ফের উত্তপ্ত হতে পারে সংসদ। এদিকে বর্তমান CAG রাফাল চুক্তির সময় অর্থসচিব ছিলেন। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।
আজ সংসদে রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশের সম্ভাবনা - rafale
আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে। তবে রিপোর্টটিতে দাম নিয়ে কোনও উল্লেখ নেই বলে CAG সূত্রে খবর। ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জাতীয় নিরাপত্তার স্বার্থেই দাম প্রকাশ্যে আনা হবে না বলে সরকারের তরফে জানানো হয়েছিল। কিন্তু, এই দাম নিয়েই অভিযোগ তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তাদের অভিযোগ, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়। যুদ্ধবিমানের জন্য ৪১ শতাংশ দাম বেশি নেওয়ার পাশাপাশি অনিল আম্বানির সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।
CAG সূত্রে খবর, ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।