পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুতে সম্মতি রাজ্যপালের - রাজস্থান বিধানসভার অধিবেশন বসবে 14 অগাস্ট

এর আগে 31 জুলাই অধিবেশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছিল । তা মানেননি রাজ্যপাল কলরাজ মিশ্র ৷

Rajasthan Assembly will start on August 14
রাজস্থান

By

Published : Jul 30, 2020, 5:42 AM IST

রাজস্থান, 30 জুলাই : অবশেষে সম্মতি মিলল । 14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র । বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 অগাস্ট থেকে বিধানসভার পঞ্চম অধিবেশন শুরুতে সায় দিয়েছেন রাজ্যপাল ৷ তবে কোরোনা পরিস্থিতিতে বিধানসভায় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।

এর আগে 31 জুলাই অধিবেশন শুরুর প্রস্তাব দেওয়া হলেও তা মানেননি রাজ্যপাল ৷ তাঁর যুক্তি ছিল, 21 দিনের নোটিশ ছাড়া বিধানসভার অধিবেশন ডাকা যাবে না ৷ এদিকে বিধানসভা ডাকা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছায় । রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে কংগ্রেস । BJP-র চাপে কাজ করছেন বলে অভিযোগ করেন অশোক গেহলত । রাজভবনের সামনে ধরনাও দেন কংগ্রেস কর্মীরা ।

এদিকে 14 অগাস্ট থেকে বিধানসভার অধিবেশন শুরু করার আবেদন জানানো হয় রাজ্যের তরফে ৷ তাতে সায় দেন রাজ্যপাল কলরাজ মিশ্র ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details