রায়পুর (ছত্তিশগড়), 25 এপ্রিল: রাজস্থানের কোটায় আটকে পড়া প্রায় 1500 জন পড়ুয়াকে ফিরিয়ে আনতে রাজ্য থেকে 75টি বাস পাঠানো হয়েছে বলে জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । কেন্দ্রের অনুমতি নিয়েই গতকাল বাসগুলি পাঠানো হয়েছে বলে জানান তিনি । ছত্তিশগড় থেকে রাজস্থানের কোটায় পড়তে যাওয়া ওই পড়ুয়ারা লকডাউনের কারণে নিজের রাজ্যে ফিরতে পারছেন না ।
1500 পড়ুয়াকে রাজ্যে ফিরিয়ে আনতে কোটায় বাস পাঠাল ছত্তিশগড় সরকার - ভূপেশ বাঘেল
রাজস্থানের কোটায় আটকে পড়া প্রায় 1500জন পড়ুয়াকে রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে ছত্তিশগড় সরকারের তরফে । গতকাল 75টি বাস পাঠানো হয়েছে পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য । ।
ভূপেশ বাঘেল বলেন, "কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর রাজস্থানের কোটায় আটকে পড়া পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনতে বাস পাঠানো হয়েছে । প্রায় 1500 জন পড়ুয়া আটকে রয়েছেন । এক একটি বাসে 25 জন করে পড়ুয়া থাকবেন । রাজ্যে ফেরার পর তাঁদের কোয়ারানটাইন সেন্টারে পাঠানো হবে । স্বাস্থ্য পরীক্ষার পর তাঁরা বাড়ি ফিরতে পারবেন । এছাড়াও এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া যে শ্রমিকরা আটকে পড়েছেন তাঁদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে । ছত্তিশগড় থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা এক লাখেরও বেশি । কোরোনা সংক্রমণ রোধে নিয়মাবলীগুলি মেনে চলা হবে ।"
সরকারি সূত্রের খবর, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে ছত্তিশগড় সরকারের তরফে । কোরোনা সংক্রমণ রোধে 24 মার্চ দেশজুড়ে 21দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরে লকডাউনের মেয়াদ বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয় । উল্লেখ্য, গতকাল শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী রাজস্থানে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 70জন । স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজস্থানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,034 । এর মধ্যে 776 জন জয়পুর, 316 জন যোধপুর, 144 জন কোটা, 11 জন টঙ্ক, 107 জন ভারতপুর, 106 জন আজমীর ও অন্যান্য এলাকার।