পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এমন উন্নয়ন করুন যাতে PoK-র বাসিন্দারা ভারতে আসে, রাজ্যপালকে বলেছিলেন মোদি - article 370

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কাশ্মীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারাও ভারতে এসে থাকার ইচ্ছা প্রকাশ করেন ।

এমন উন্নয়ন করুন যাতে PoK-র বাসিন্দারা ভারতে আসে, রাজ্যপালকে বলেছিলেন মোদি

By

Published : Sep 15, 2019, 7:44 PM IST

শ্রীনগর, 15 সেপ্টেম্বর : কাশ্মীরকে একটি উজ্জ্বল স্থানে পরিণত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কাশ্মীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারাও ভারতে এসে থাকার ইচ্ছা প্রকাশ করেন ।

রাজ্যপাল আজ বলেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেরা অনেক কষ্টে জীবন ধারণ করছে । কাশ্মীরে অনেক উন্নতির অবকাশ রয়েছে । আমরা সেই উন্নতিগুলি করতে পারলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও এখানে এসে থাকতে চাইবে ।"

গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হন‌ সত্যপাল মালিক । এর দু'মাস পর BJP ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির জোট ভেঙে যায় । এরপর রাজ্য চলে যায় রাজ্যপালের অধীনে । চলতি বছরের 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা । পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । এর ফলে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় রাজ্যটি । এরপর খাতায় কলমে ক্ষমতা আরও বেড়ে যায় রাজ্যপালের ।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, "অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । আমরা কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা বেশিদিন রাখতে চাই না ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারার পর থেকেই এই ইশু নিয়ে সরব হয়েছে পাকিস্তান । সম্প্রতি এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল পাকিস্তান । তবে এই প্রেক্ষিতে পাকিস্তানকে পালটা দেয় ভারত । পাকিস্তানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেই মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানায় ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details