শ্রীনগর, ১৫ ফেব্রুয়ারি : আর সার্জিকাল স্ট্রাইক নয়। এবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আদেশ দিন প্রধানমন্ত্রী। এই দাবিতে জম্মুর রাস্তায় নামলেন স্থানীয় যুবকরা। স্লোগান উঠল ভারত মাতা কী জয়। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। হামারা শহিদ অমর রহে।
সার্জিকাল স্ট্রাইক নয় যুদ্ধ চাই, জম্মুর রাস্তায় বিক্ষোভ যুবকদের - jammu
সার্জিকাল স্ট্রাইক নয়। এবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আদেশ দিন প্রধানমন্ত্রী। এই দাবিতে জম্মুর রাস্তায় নামলেন স্থানীয় যুবকরা।
গতকাল আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পুলওয়ামা। বিস্ফোরণে উড়ে যায় CRPF কনভয়ের একটি গাড়ি। শহিদ হন ৪৪ জন CRPF জওয়ান। জখম হয়েছেন একাধিক জওয়ান। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।
এদিকে, জঙ্গি হামলার পর জম্মুতে রাস্তায় নেমেছে স্থানীয় যুবকরা। শুরু হয়েছে রাস্তা অবরোধ। চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ভারত মাতা কী জয়ের পাশাপাশি স্লোগান উঠছে পাকিস্তান হায় হায়।