পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"আবার NDA-কেই নির্বাচন করবে বিহার", সভামঞ্চ থেকে বার্তা মোদির - বিহার বিধানসভা নির্বাচন 2020

243টি বিধানসভা আসনের মধ্যে 94টি আসনে আজ ভোট হয় । এর মধ্যেই সকালে বিহার যান প্রধানমন্ত্রী । দাবি করেন, বিহার আবার NDA সরকারকেই নির্বাচন করবে ।

narendra modi
নরেন্দ্র মোদি

By

Published : Nov 3, 2020, 11:07 PM IST

Updated : Nov 4, 2020, 11:42 AM IST

পটনা, 3 নভেম্বর : বিহার নির্বাচনে চতুর্থ বার প্রচারে নরেন্দ্র মোদি । আজ দ্বিতীয় দফার ভোট ছিল । তার মধ্যেই সকালে বিহার যান প্রধানমন্ত্রী । বিহার আবার NDA সরকারকেই নির্বাচন করবে বলে দাবি করেন ।

243টি বিধানসভা আসনের মধ্যে 94টি আসনে আজ ভোট হয় । এর আগে অক্টোবরে প্রথম দফার নির্বাচন হয়েছে । আজ দ্বিতীয় দফা । এরপর তৃতীয় ও অন্তিম দফার ভোট হবে বিহারে । প্যানডেমিক পরিস্থিতিতে এটাই ভারতের সবচেয়ে বড় নির্বাচন ।

বিহার নির্বাচনে জোর কদমে প্রচার চালিয়েছে BJP । ময়দানে নেমেছেন নরেন্দ্র মোদিও । নীতীশ কুমারের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বিহারবাসীর উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন । আজ আবার তাঁর গলায় আক্রমণের সুর চড়া হল ।

অররিয়ার সভায় নরেন্দ্র মোদি বলেন, "বিহার স্পষ্ট বার্তা দিয়েছে । আমরা প্রাথমিকভাবে যে তথ্য পাচ্ছি, এই রাজ্য আবার NDA সরকারকে নির্বাচন করবে । ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন, বিহারকে নতুন পর্যায়ে নিয়ে যাবেন । "

'জোড়া ইঞ্জিনের' সরকার আরও দ্রুত গতিতে বিহারের উন্নয়ন করবে বলে দাবি করেন মোদি । একইসঙ্গে বিরোধীদেরও আক্রমণ করেন । বলেন, এই রাজ্য 'যুগ্ম যুবরাজকে' প্রত্যাখ্যান করেছে ।

তাঁর সংযোজন, অনেক মানুষের সমস্যা আছে । তাঁরা বলেন, কেন মোদি নির্বাচন জেতেন? মোদি নির্বাচন জেতেন, কারণ তিনি গরিব মা এবং বোনদের সমস্যার সমাধান করেন । সেই জন্য তাঁরা মোদিকে আশীর্বাদ করেন । এই ছেলে গরিব মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন ।

Last Updated : Nov 4, 2020, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details