পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে মানবদেহে শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

মানবদেহে শুরু কোভ্যাকসিনের ট্রায়াল ৷ ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের ট্রায়াল আজ থেকে শুরু হয় রোহতাকের মেডিকেল ইনস্টিটিউটে ৷

Bharat Biotech starts human trial of anti-COVID vaccine at PGI Rohtak
ভারতে মানবদেহে শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

By

Published : Jul 17, 2020, 8:24 PM IST

Updated : Jul 17, 2020, 9:18 PM IST

রোহতাক, 17 জুলাই : মানবদেহে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করল ভারত বায়োটেক ৷ আজ হরিয়ানার রোহতাকের মেডিকেল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে তিনজনের উপর ট্রায়াল শুরু হয় ৷ ক্লিনিকাল ট্রায়ালের এটিই প্রথম ফেজ় ৷ এই ট্রায়ালে সময় লাগতে পারে আনুমানিক ছয় মাস ৷ জানা গেছে, যে তিনজনের উপর ট্রায়াল শুরু হয়েছে, তাঁদের শরীরে কোনও খারাপ প্রভাব দেখা যায়নি ৷

রোহতাকের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান ধ্রুব চৌধুরি বলেন, মোট আট জনের মধ্যে ট্রায়ালের জন্য এই তিন জনকে তালিকাভুক্ত করা হয়েছে ৷ স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের উপর ট্রায়ালের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তিনি আরও বলেন, সবকিছু ঠিকভাবে হয়েছে ৷ যাঁদের উপর প্রয়োগ করা হয়েছে, তাঁদের ছাড়ার আগে 2 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় ৷ তাৎক্ষণিক অ্যালার্জির বিষয়টি দেখা হয়েছে ৷ তবে, আরও 24 - 48 ঘণ্টা পর আবার তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে ৷ প্রসঙ্গত, ডা: ধ্রুব ওই ইনস্টিটিউটে ক্লিনিকাল উন্নতির দিকটি দেখেন ৷

ডা: চৌধুরি বলেন, ''সুরক্ষা ও প্রতিক্রিয়ার ভিত্তিতে এই ভ্যাকসিনের পশুদের উপর ট্রায়াল সফল হয়েছে ৷ মানবদেহে ট্রায়ালে এই ভ্যাকসিন প্রথম ফেজ়ে ৷ এই ট্রায়ালে সময় লাগতে পারে প্রায় 6 মাসের কাছাকাছি ৷ পরীক্ষার সুরক্ষা ও অ্যান্টিবডি তৈরির মূল্যায়ন পরীক্ষা করা হবে শেষ অ্যাসেসমেন্টের পর ৷

এই বিষয়ে হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইটে বলেন, আজ রোহতাকের PGI-তে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে ৷ তিনজনের উপর পরীক্ষা করা হচ্ছে ৷ প্রত্যেকেই ভ্যাকসিনটি শরীরে সহ্য করতে পেরেছেন ৷

Last Updated : Jul 17, 2020, 9:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details