ব্যারাক 8 মিজ়াইল ৷ আর এক নাম LR-SAM কিংবা MR-SAM ৷ ভারতীয় বায়ুসেনার অন্যতম মিজ়াইল এটি ৷ ইজ়রায়েল ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিজ়াইল শত্রুপক্ষের এয়ারক্র্যাফ্ট, হেলিকপ্টার, অ্যান্টি - শিপ মিজ়াইল, ব্যালিস্টিক মিজ়াইল, ক্রুজ় মিজ়াইল, কমব্যাট জেট সবকিছুকেই নিশানা করে খতম করতে পারে নিমেষে ৷ জল ও স্থল দুই জায়গা থেকেই মিজ়াইলটি ব্যবহার করা যায় ৷
ইজ়রায়েল প্রথম এই মিজ়াইলটি তৈরি করে ৷ এখন ইজ়রায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিস ও DRDO-র যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ব্যারাক 8 মিজ়াইলটি ৷ মিজ়াইলটি সরবরাহ করেছে ইজ়রায়েলের অ্যাডমিনিস্ট্রেশন ফর দি ডেভেলপমেন্ট এফ উইপেনস এবং টেকনোলজিকাল ইনফ্রাস্ট্রাকচার, এলটা সিসটেম ও ভারত ডায়নামিকস লিমিটেভ ৷
ব্যারাক 8 মিজ়াইলটি, ব্যারাক 1 মিজ়াইলের মতো একইভাবে তৈরি করা হয়েছে ৷ তবে, ব্যারাক 8 মিজ়াইলটি আরও উন্নত ৷ 2009 সালে ব্যারাক 2 মিজ়াইলটির সফল পরীক্ষা করে ইজ়রায়েল ৷ সেই সময় প্রত্যেকটি ব্যারাক সিস্টেমের (মিজ়াইল কন্টেইনার, রাডার, কম্পিউটার ও ইন্সটলেশন) খরচ পড়েছিল 240 লাখ টাকা ৷ এরপর 2009 সালের নভেম্বরে ব্যারাক 8 মিজ়াইল তৈরির জন্য ইজ়রালের অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ভারতের সঙ্গে 1.1 বিলিয়নের চুক্তি স্বাক্ষর করে ৷
ব্যারাক 8 মিজ়াইলের ডিজ়াইন ভারত 5 টি রেজিমেন্টে ব্যারাক 8 মিজ়াইলটির MR-SAM, 40 টি লঞ্চারসহ মোট 200 টি মিজ়াইল তৈরির অর্ডার করেছে ৷ যার মূল্য 17 হাজার কোটি টাকা ৷
2010 সালের মে মাসে প্রথম ব্যারাক 2 মিজ়াইলের পরীক্ষা সফলভাবে করা হয় ৷ 2014 সালের 10 নভেম্বর, জল ও ভূপৃষ্ঠ থেকে এর পরীক্ষা সফলভাবে হয় ৷ 2015 সালের 29 ডিসেম্বর, INS কলকাতা থেকে ভারতীয় নৌসেনা ব্যারাক 8 মিজ়াইলটির পরীক্ষা করে ও সাফল্য পায় ৷ 2017 সালের 16 মে INS কোচি থেকে মিজ়াইলটির পরীক্ষা করা হয় ৷ 2019 সালে 25 জানুয়ারি, ব্যারাক 8 মিজ়াইলটির INS চেন্নাই থেকে সফলভাবে পরীক্ষা হয় ৷ ভারতের INS কলকাতা যুদ্ধ জাহাজটিতে মিজ়াইলগুলি মোতায়েন করা হয়েছে ৷