দিল্লি, 1 ফ্রেব্রুয়ারি : এক লাফে ব্যাঙ্ক ডিপোজ়িট বিমা বেড়ে হল পাঁচগুণ ৷ অর্থাৎ আগে যদি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়ত তাহলে আমানতকারীরা পেতেন 1 লাখ টাকা ৷ এবার সেটাই বৃদ্ধি পেয়ে হল 5 লাখ টাকা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ তাঁর দ্বিতীয় বাজেট পেশ করলেন ৷ সেখানেই তিনি এই কথা ঘোষণা করেন ৷
বাজেট 2020, ব্যাঙ্ক ডিপোজ়িট বিমার পরিমাণ বাড়ল পাঁচগুণ
বাড়ল ব্যাঙ্ক ডিপোজ়িট বিমার পরিমাণ ৷ আগে ব্যাঙ্ক দেউলিয়া হলে আমানতকারীরা পেতেন 1 লাখ টাকা ৷ বাজেটে তা বাড়িয়ে 5 লাখ টাকা করার প্রস্তাব করা হল ৷
যত টাকাই জমা থাকুক না কেন, ব্যাঙ্ক যদি দেউলিয়া হয় তাহলে আমানতকারীরা ফেরত পাবেন 5 লাখ টাকা ৷ কিছু ব্যাঙ্কের কাজকর্মে গুরুতর অনিয়ম খুঁজে পায় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের পরিমাণ কমিয়ে দেখিয়েছিল ৷ তার পরই বিপদে পড়েন আমানতকারীরা ৷ সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্ককে ৷ সেই কথা মাথায় রেখেই বাজেটে এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI-এর গাইড লাইন অনুযায়ী ব্যাঙ্কের সমস্ত আমানতই ডিপোজ়িট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC -এর আওতায় আনতে হবে ৷ যদিও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে এই গাইডলাইনের আওতায় আনা হয়নি ৷ এর আগে 1993 সালে ব্যাঙ্ক ডিপোজ়িট ইনসিওরেন্সের সীমা বাড়ানো হয়েছিল ৷ তার আগে ব্যাঙ্ক দেউলিয়া হলে আমানতকারীরা পেতেন 30 হাজার টাকা ৷