পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লখনউয়ের চারবাঘ স্টেশনে কলা বিক্রি বন্ধ - রেল

কলার খোসা নানা দিকে পড়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে প্ল্যাটফর্ম ৷ এবার লখনউয়ের চারবাঘ রেল স্টেশনে কলা কেনা-বেচায় নিষেধাজ্ঞা জারি করল রেল কর্তৃপক্ষ ৷

Bananas

By

Published : Aug 29, 2019, 10:14 AM IST

লখনউ, 29 অগাস্ট : রেল স্টেশন পরিষ্কার রাখার জন্য পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ ৷ বেশ কিছু প্রচেষ্টার পর এবার কলা বিক্রি বন্ধ করল রেল৷ এমনটাই ঘটেছে লখনউয়ের চারবাঘ স্টেশনে ৷

কলার খোসা নানা দিকে পড়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে প্ল্যাটফর্ম ৷ এবার তাই কলা বিক্রির উপর নিষেধাজ্ঞা ৷ এরপর কেনা-বেচা নজরে এলে জরিমানা দিতে হবে ৷

বিক্রেতারা এই পদক্ষেপটি সেভাবে মেনে নিতে পারেননি৷ চারবাঘ স্টেশনের একজন ফল বিক্রেতা বলেন, "স্টেশন কর্তৃপক্ষের নিষেধ মেনে গত পাঁচ ছয় দিন ধরে আমি কলা বিক্রি করিনি । অন্যান্য ফলের দাম বেশি বলে আগে গরিব ও মধ্য আয়ের লোকেরা কলা খেতেন । এখন আমাদের মতোই তাদেরও অসুবিধায় পড়তে হয়েছে ।"

"কলা সস্তায় একচি পুষ্টিকর ফল ৷ কলার খোসা পরিবেশ দূষণ করে না ৷ জলের বোতল, প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তো জারি করেনি", বলেছেন লখনউ থেকে কানপুর যাতায়াতকারী এক যাত্রী৷

ABOUT THE AUTHOR

...view details