পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপারসনিক স্পিডে শত্রু শিবিরে আঘাত হানে 'অস্ত্র' - Aircraft

'অস্ত্র' শব্দের থেকেও দ্রুতগতিতে যেতে পারে ৷ অনেক উঁচু থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে ৷ একসঙ্গে একাধিক টার্গেটকে আক্রমণ করতে পারে এটি ৷

অস্ত্র
অস্ত্র

By

Published : Jul 6, 2020, 7:00 AM IST

Updated : Jul 6, 2020, 6:03 PM IST

দেশীয় প্রযুক্তিতে তৈরি 'অস্ত্র' আসলে একটি মিজ়াইল যা ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা ব্যবহার করে ৷ এটিই প্রথম এয়ার-টু-এয়ার মিজ়াইল যা ভারতে তৈরি করা হয়েছে ৷ এটি আকাশপথে শত্রুপক্ষকে আক্রমণ করতে পারে ৷ দৃষ্টিশক্তি যতদূর পৌঁছায়, তার বাইরে থেকে এটি আক্রমণ করার ক্ষমতা রাখে ৷

'অস্ত্র'-র নকশা তৈরির পাশাপাশি সম্পূর্ণ মিজ়াইলটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজ়েশন (DRDO) ৷ এই মিজ়াইলটি শব্দের থেকেও দ্রুতগতিতে যেতে পারে এবং অনেক উঁচু থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে ৷ এই মিজ়াইলের উন্নত লড়াইয়ের ক্ষমতা এটিকে একাধিক টার্গেটকে আক্রমণ করতে সাহায্য করে ৷ বিভিন্ন উচ্চতা থেকে এটি লক্ষ্য নিযুক্ত করতে পারে ৷

'অস্ত্র' মিজ়াইলের বৈশিষ্ট্য

কতগুলি 'অস্ত্র' রয়েছে ভারতের কাছে?

ভারতীয় সেনার কাছে মোট "অস্ত্র"-র সংখ্যা 248 ৷ বায়ুসেনার কাছে রয়েছে 200টি ৷ নৌসেনার কাছে রয়েছে 48টি ৷

যে সমস্ত যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা যায় 'অস্ত্র'

'অস্ত্র'-র ইতিহাস

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই মিজ়াইলটি তৈরি করে DRDO ৷ 2003 সালের মে মাসে 'অস্ত্র' প্রথম উৎক্ষেপণ করা হয় ৷ ওড়িশার চাঁদিপুরের ইন্টারিম টেস্ট রেঞ্জে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ প্রথমে এটি ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় ৷ যুদ্ধবিমান থেকেও বিভিন্ন আবহাওয়াতে এর পরীক্ষা করা হয় ৷ বর্তমানে DRDO এই মিজ়াইলের নতুন ভার্সনের উপর কাজ করছে ৷ যার রেঞ্জ আরও বেশি হবে ৷

2003 থেকে 2012 সাল পর্যন্ত অনেকবার ভূমি থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় এই মিজ়াইলের ৷ তারপর 2009 এবং 2013 সালে সুখোই যুদ্ধবিমানের সঙ্গে এটিকে পরীক্ষামূলকভাবে বহন করা হয় ৷ 2014 সালে প্রথম এটিকে আকাশপথে উৎক্ষেপণ করা হয় ৷ DRDO ও ভারতীয় বায়ুসেনা একত্রে সুখোই থেকে 'অস্ত্র' উৎক্ষেপণের লাইভ ভিডিয়ো করেছিল ৷

2016 সালে আয়রন ফিস্ট চলাকালীন জনসমক্ষে সুখোই যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা হয় ৷ 2019 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় 90 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যকে হিট করে 'অস্ত্র' ৷

Last Updated : Jul 6, 2020, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details