পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দিল্লিবাসীর ‘ঘরের ছেলে’ কেজরি

রামলীলা ময়দানে আজ শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লিবাসীকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন AAP সুপ্রিমো ৷ তাঁর সঙ্গে ছ’জন মন্ত্রী আজ শপথ নেন ৷ প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেননি ৷

Kejriwal's oath
মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন কেজরিওয়াল

By

Published : Feb 16, 2020, 10:29 AM IST

Updated : Feb 16, 2020, 3:28 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : সাফল্য়ের জয়গান দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ দিল্লির রামলীলা ময়দানে তিনি শপথ গ্রহণ করেন ৷ তাঁর সঙ্গে ছ’জন মন্ত্রী শপথ নেন ৷ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷ যদিও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন ৷

তৃতীয়বার দিল্লির কর্তৃত্ব দখলে সফল AAP ৷ তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে সাফল্যের জয়গান দিয়েই তৃতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ দিল্লির রামলীলা ময়দানে বেলা 12টা 15 নাগাদ শপথ নেন কেজরিওয়াল ৷ প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল স্বয়ং ৷ যদিও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না ৷ কেজরিওয়ালের সঙ্গে আজ শপথ নেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসেন ও রাজেন্দ্র গৌতম ৷ AAP নেতা মনীশ সিসোদিয়া আগেই জানিয়েছিলেন জানান, গত পাঁচ বছরে দিল্লির উন্নয়নের স্বার্থে কাজ করেছেন এরকম 50 জন ‘দিল্লি কে নির্মাতা’-কে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিভিন্ন শিক্ষক, দিল্লির বাসের নিরাপত্তারক্ষী, সিগনেচার সেতুর নির্মাণকারী, প্রাণ হারিয়েছেন এমন দমকলকর্মীর পরিবারের লোকজন, বাস চালক, অটো চালক, মেট্রো চালক, কৃষক, অঙ্গনওয়াড়ি কর্মী, ডেলিভারি বয়, সাফাই কর্মী এবং অন্যান্যদের বিশেষ অতিথি হিসেবে কেজরিওয়ালের সঙ্গে একই মঞ্চে আজ দেখা যায় ৷ আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক টেনিস তারকা সুমিত নাগালের সঙ্গে ‘জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা’-র উপভোগকারী IIT-তে সুযোগ পাওয়া বিজয় কুমার, মহল্লার চিকিৎসক অলকা, বাইক অ্যাম্বুলেন্স সার্ভিস আধিকারিক যুধিষ্ঠির রাঠি, নাইট শেল্টারের কেয়ারটেকার শাবিনা নাজ, বাসের নিরাপত্তারক্ষী অরুণ কুমার, সিগনেচার সেতুর নির্মাণকারী রতন জামশেদ বাটলিবই এবং মেট্রো চালক নিধি গুপ্তা উপস্থিত ছিলেন ৷ তাঁদের নাম উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ আমাদের সঙ্গে রয়েছেন দিল্লির নির্মাতারা ৷ এরাই দিল্লিকে চালনা করেন ৷ দল বা নেতার আসা-যাওয়া লেগে থাকবে ৷ কিন্তু দিল্লির উন্নয়ন আটকে থাকবে না ৷’’ রামলীলা ময়দান তখন ‘কেজরিওয়াল’ ধ্বনিতে মুখর ৷

বলিউডি স্টাইলে কেজরিওয়ালকে সম্মান প্রদর্শন

আজ এক বছরের অভ্যান তোমরও ছিল মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷ দিল্লির নির্বাচনে AAP-এর জয়ের পর ‘মিনি মাফলারম্যান’ ও ‘বেবি কেজরিওয়াল’ সেজে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভ্যান ৷ আজ প্রধানমন্ত্রীর পাশাপাশি BJP-র সাংসদ ও নব নির্বাচিত সাতজন বিধায়ককেও আমন্ত্রণ জানানো হয় কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷ তবে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ AAP-এর জয়ের পর টুইটে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যদিও শপথ নেওয়ার পর কেজরিওয়ালকে কোনও শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী বা BJP-র পক্ষ থেকে পাঠানো হয়নি ৷

‘মিনি মাফলারম্যান’

শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রায় এক লাখ মানুষের সমাগম হয়া রামলীলা ময়দানে ৷ গোপাল রাই বলেন, ‘কেজরিওয়ালকে দিল্লির মানুষ ভালোবাসেন ৷ তাই গোটা শহরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ৷’ রামলীলা ময়দানের 4, 5, 6, 7, 8, 9 নম্বর গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ AAP-এর পক্ষ থেকে আগেই দিল্লির মানুষকে আমন্ত্রণ জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে ৷ দিল্লি পুলিশ ও CRPF নিয়ে দুই থেকে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয় রামলীলা ময়দানে ৷ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় ৷ 125টি CCTV ক্যামেরা, 12টি LEd স্ক্রিন এবং 45 হাজার চেয়ারের ব্যবস্থা করা হয় ৷ সকাল আটটা থেকে দুপুর দু’টো পর্যন্ত রামলীলা ময়দান চত্বর ও সংলগ্ন অঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে বলে আগেই জানিয়েছিল দিল্লি পুলিশ ৷

2013 সালে প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেবছর 29 ডিসেম্বর রামলীলা ময়দানে শপথ গ্রহণ করেন তিনি ৷ 2015 সালের জয়ের পরেও একই জায়গায় শপথ গ্রহণ করেন কেজরিওয়াল ৷ এবারের দিল্লি নির্বাচনে AAP ঝড়ে উড়ে যায় বিরোধীরা ৷ 70টি আসনের মধ্যে 62টি আসন পায় AAP ৷ BJP পায় 8টি আসন ৷

Last Updated : Feb 16, 2020, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details