বেঙ্গালুরু , 7 মার্চ : 'ইনাডু' সংবাদপত্রের মুকুটে নয়া পালক ৷ সেরা সংবাদপত্র বিভাগে 'চাণক্য' পুরস্কার জিতল 'ইনাডু' ৷ গতকাল ভারতীয় জনসংযোগ কাউন্সিল ( PRCI )-এর উপস্থাপনায় ' পি আর বিয়ন্ড 20 : 20'-র অনুষ্ঠানমঞ্চে 'ইনাডু'-র অন্ধ্রপ্রদেশের সম্পাদক এম নাগেশ্বর রাওয়ের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয় ৷
এ বিষয়ে নাগেশ্বর রাও বলেন, " 'ইনাডু'-র জন্য এটি আরেকটি সম্মান ৷ এই সম্মান 'ইনাডু'-র কর্মচারী, গ্রাহক ও পাঠকদের জন্য ৷" তিনি আরও বলেন, "আমাদের চেয়ারম্যান পদ্ম বিভূষণ রামোজি রাও ও তাঁর পরিবারের পক্ষ থেকে PRCI-কে অসংখ্য ধন্যবাদ 'ইনাডু'-কে সেরা সংবাদপত্র বিভাগে নির্বাচিত করার জন্য ৷ আমাদের 25 হাজার কর্মচারী, কয়েক লাখ গ্রাহক ও পাঠকদের কাছে এটা গর্বের বিষয় ৷ 46 বছর ধরে 'ইনাডু' তেলুুগুদের মনে প্রাণে জায়গা করে নিয়েছে ৷ এটি গত 42 বছর ধরে তেলুগু ভাষায় প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে এটি শীর্ষে রয়েছে ৷ ভালো সাংবাদিকতার উদাহরণ 'ইনাডু' ৷ এই সংবাদপত্র জনস্বার্থ, নিরপেক্ষতা, সততা, বিশ্বাসযোগ্যতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা - এই পাঁচটি নীতির ভিত্তি করে কাজ করে চলেছে । "