পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চাণক্য পুরস্কার জিতল 'ইনাডু' - চাণক্য পুরস্কার জিতল 'ইনাডু'

সেরা সংবাদপত্র বিভাগে 'চাণক্য' পুরস্কার জিতল 'ইনাডু' ৷ বেঙ্গালুরুতে আয়োজিত ' পি আর বিয়ন্ড 20 : 20'-র অনুষ্ঠানমঞ্চে গতকাল 'ইনাডু'-র অন্ধ্রপ্রদেশের সম্পাদক এম নাগেশ্বর রাওয়ের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয় ৷

Chanakya Award for Best Newspaper
চাণক্য পুরস্কার জিতল 'ইনাডু'

By

Published : Mar 7, 2020, 2:40 AM IST

Updated : Mar 7, 2020, 8:18 AM IST

বেঙ্গালুরু , 7 মার্চ : 'ইনাডু' সংবাদপত্রের মুকুটে নয়া পালক ৷ সেরা সংবাদপত্র বিভাগে 'চাণক্য' পুরস্কার জিতল 'ইনাডু' ৷ গতকাল ভারতীয় জনসংযোগ কাউন্সিল ( PRCI )-এর উপস্থাপনায় ' পি আর বিয়ন্ড 20 : 20'-র অনুষ্ঠানমঞ্চে 'ইনাডু'-র অন্ধ্রপ্রদেশের সম্পাদক এম নাগেশ্বর রাওয়ের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয় ৷

এ বিষয়ে নাগেশ্বর রাও বলেন, " 'ইনাডু'-র জন্য এটি আরেকটি সম্মান ৷ এই সম্মান 'ইনাডু'-র কর্মচারী, গ্রাহক ও পাঠকদের জন্য ৷" তিনি আরও বলেন, "আমাদের চেয়ারম্যান পদ্ম বিভূষণ রামোজি রাও ও তাঁর পরিবারের পক্ষ থেকে PRCI-কে অসংখ্য ধন্যবাদ 'ইনাডু'-কে সেরা সংবাদপত্র বিভাগে নির্বাচিত করার জন্য ৷ আমাদের 25 হাজার কর্মচারী, কয়েক লাখ গ্রাহক ও পাঠকদের কাছে এটা গর্বের বিষয় ৷ 46 বছর ধরে 'ইনাডু' তেলুুগুদের মনে প্রাণে জায়গা করে নিয়েছে ৷ এটি গত 42 বছর ধরে তেলুগু ভাষায় প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে এটি শীর্ষে রয়েছে ৷ ভালো সাংবাদিকতার উদাহরণ 'ইনাডু' ৷ এই সংবাদপত্র জনস্বার্থ, নিরপেক্ষতা, সততা, বিশ্বাসযোগ্যতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা - এই পাঁচটি নীতির ভিত্তি করে কাজ করে চলেছে । "

সংস্থার তরফে সম্প্রতি কেরালায় বন্যা বিধ্বস্তদের জন্য 121টি বাড়ি নির্মাণ করা হয় ৷ এছাড়াও কৃষ্ণা , গোদাবরীর বন্যা , ওড়িশার সুনামি , গুজরাটের ভূমিকম্পের কথাও উল্লেখ করেন নাগেশ্বর রাও ৷ তিনি বলেন, " বর্তমানে ইনাডু প্রিন্ট, টিভি এবং রেডিয়োর পাশাপাশি ETV ভারত নামে ডিজিটাল মাধ্যমের দুনিয়াতেও প্রবেশ করেছে ৷ অন্যদিকে PRCI হল দেশের শীর্ষস্থানীয় কমিউনিকেশন এক্সচেঞ্জ । এটি ভারতের 32 টি শহরের কর্পোরেট কমিউনিকেশন , মিডিয়া, বিজ্ঞাপন, এইচ আর পেশাদারদের একত্রিত করে । "

"পি আর বিয়ন্ড 20 : 20" অনুষ্ঠানটি জনসংযোগের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের সম্মানিত করে থাকে ৷ রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থা ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেডকে 'বছরের সেরা কর্পোরেট নাগরিক ' পুরষ্কার দেওয়া হয়েছে ৷ ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে ' মিডিয়া পার্সোনালিটি অফ দ্য ইয়ার' পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন রাজেশ রায়না ।

Last Updated : Mar 7, 2020, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details