দিল্লি, 25 জুন :জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল শুরু হচ্ছে তাঁর দু'দিনের সফর । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি । মন্ত্রী হওয়ার পরেই অনুপ্রবেশ, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপর জোর দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ । পাশাপাশি জানিয়েছিলেন, কাশ্মীরে সন্ত্রাস বা সন্ত্রাসে উস্কানি বরদাস্ত করবে না কেন্দ্র ।
সূত্রের খবর, আগামীকাল শ্রীনগরে পৌঁছবেন অমিত শাহ । সেখানে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি । বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা । ব্যস্ত শিডিউলের মধ্যেই তিনি যাবে অমরনাথ দর্শনেও । সেখানে পুজো দেওয়ার কথা তাঁর ।