পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শান্তি ও উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছি, ইমরানকে পালটা মোদির - IMRAN KHAN CONGRATULATE MODI

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই আভাস মেলার পরই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নমোকে । শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ।

মোদিকে শুভেচ্ছা ইমরানের

By

Published : May 24, 2019, 5:05 AM IST

দিল্লি, 24 মে: দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করার আশা রাখছি । লোকসভা নির্বাচনে জয়ের দিকে পা বাড়াতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে । পালটা ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি । তিনি লিখেছেন, "আপনার শুভেচ্ছার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি সবসময় আমাদের অঞ্চলে শান্তি ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি ।"

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই আভাস মেলার পরই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নমোকে । শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও । শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং । দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন দুই দেশের নেতা ।

মোদিকে প্রথম শুভেচ্ছা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । আগামী দিনে ভারত-ইজ়রায়েল সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । ফলপ্রকাশের পর মোদিকে ভিডিয়ো কল করেছিলেন নেতানিয়াহু । পরে, তাঁদের কথোপকথনের ভিডিয়ো কল শেয়ার করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী । বলেন, "নরেন্দ্র, আমার বন্ধু, অভিনন্দন ! কী বিপুল জয় !" নেতানিয়াহু সেই ভিডিয়ো কল শেয়ার করার সময় লেখেন, "আশাকরি, নতুন সরকার গঠনের পর খুব শিগগির আমাদের আবার দেখা হবে । আপনার জোট বাঁধার দরকার পড়বে না । আমার দরকার রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details