দিল্লি, 30 নভেম্বর : উত্তর দিল্লিতে বাড়িতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ 55 বছর বয়সি ওই মহিলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে তাঁর প্রতিবেশী 24 বছর বয়সি যুবক ৷ CCTV ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷
দিল্লিতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী - rape in delhi
দিল্লিতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ CCTV ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গুলাবি বাগে নিজের বাড়িতে একটি চায়ের দোকান চালাতেন এই মহিলা ৷ আজ সকালে একজন খদ্দের তাঁর দোকানে আসেন ৷ কিন্তু, অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন ৷ বাড়ি থেকে মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ তবে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধর্মরাজ নিজের দোষ স্বীকার করেছে ৷ জেরায় সে জানায়, কয়েক বছর ধরে ওই মহিলার কাছে কাজ করত ৷ টাকা নিয়ে গতকাল তাদের মধ্যে বচসা বাধে ৷ ওই মহিলা তাকে অপমান করে ও তার মুখে থুতু ছেটায় ৷ অভিযোগ, এই ঘটনার পরই রাতে ধর্মরাজ মহিলার বাড়িতে হানা দেয় ৷ তাঁকে ধর্ষণ করে ৷ তারপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করে ৷ মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷