পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 26, 2020, 1:00 PM IST

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে প্রথম, কেরালার সমস্ত মসজিদে উড়ল জাতীয় পতাকা

কেরালার সমস্ত মসজিদগুলিতে আজ সকাল সাড়ে 8টায় উত্তোলন করা হল জাতীয় পতাকা ৷ CAA নিয়ে বিক্ষোভের মধ্যেই জাতীয় সংহতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয় কেরালা ওয়াকফ বোর্ড ৷

Republic Day 2020
ছবির সূত্র : ANI

তিরুবনন্তপুরম, 26 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের মধ্যেই 71 তম সাধারণতন্ত্র দিবসে কেরালায় সমস্ত মসজিদে উঠল জাতীয় পতাকা ৷ পাঠ হল ভারতের সংবিধানের প্রস্তাবনাও ৷ জাতীয় ঐক্যকে তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷

এই প্রথমবার কেরালার সমস্ত মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ৷ রাজ্যের সমস্ত মহল কমিটি ও অন্যান্য মসজিদগুলিকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশিকা জারি করেছে কেরালার ওয়াকফ বোর্ড ৷ একইসঙ্গে সংবিধান রক্ষার বার্তাও দিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷ আজ সকাল সাড়ে 8 টায় কেরালার সমস্ত মসজিদে একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হল ৷

কেরালার CPI(M) রাজ্য কমিটির সদস্য ও রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতি টি কে হামজ়া জানিয়েছেন, "দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বেশিক্ষণ চুপ করে থাকা যায় না ৷ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এর আগে কখনও এমন আতঙ্কের মধ্যে দিন কাটায়নি ৷ এই ধরনের কাজে জাতীয় সংহতি বাড়বে ও মানুষের মধ্যে ভরসাও বাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details