আলিগড়, 21 জুন : গালওয়ানের চিনের হামলার প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে । এবার আলিগড়ের রাস্তায় দেখা গেল সেই একই ছবি । বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা চিনা দ্রব্য বয়কটের জন্য প্রতিবাদ দেখায় । দেওয়া হয় স্লোগানও ।
আলিগড়ে চিনা পণ্য বয়কটের ডাক বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের - Bajrang Dal Convener
চিনা দ্রব্য বয়কটের জন্য আলিগড়ের রাস্তায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা প্রতিবাদ মিছিল বের করে ।
এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল , স্থানীয় দোকানের মালিকদের বোঝানো যাতে তাঁরা চিনা সামগ্রী বিক্রি না করেন । গতকাল এই কাজের জন্য তারা 11 হাজার পরিবারের সঙ্গে দেখা করে । বজরং দলের আহ্বায়ক গৌরব শর্মা জানান, “ চিনা সেনার আক্রমণে প্রাণ হারিয়েছেন দেশের 20 জন জওয়ান । সেই কারণে চিনকে পর্যদস্ত করতে তাদের অর্থনীতিতে আঘাত করতে হবে । যদি সমস্ত চিনা পণ্য নিষিদ্ধ করা সম্ভব না হয় , তাহলে জনগণকেই সতর্ক থাকতে হবে যাতে চিনা জিনিস তাঁরা না কেনেন । দেশের সেনাবাহিনী বর্ডারে গিয়ে প্রাণ দিচ্ছে । আমাদের উচিত তাঁদের পাশে থাকা । যদি আমাদের তরফে সেদেশের তৈরি দ্রব্য কেনা বন্ধ করে দেওয়া হয় তবে তাদের অর্থনীতিতে প্রভাব পড়বে । ক্ষতিগ্রস্ত হবে তাদের অর্থনীতি । পরবর্তীকালে তারা ভারতের উপর আক্রমণ করার এবং ভারতীয় জওয়ানদের ক্ষতি করার আগে দু'বার ভাববে ।" একই সঙ্গে তিনি বলেন, " সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই এই প্রতিবাদ মিছিল আমরা করছি । 2-3টি দলে বিভক্ত হয়ে এই মিছিল হচ্ছে । পাশাপাশি মাস্কও ব্যবহার করা হচ্ছে । "
সুমন নামে ওই অঞ্চলের এক দোকানের মালিক জানিয়েছেন, তাঁরা সমস্ত রকম ভাবে চেষ্টা করবেন যাতে চিনা সামগ্রী বিক্রি না করা যায় । দোকানে জিনিস আসার আগে তিনি সমস্ত দ্রব্যগুলি যাচাই করে নেওয়ার কথাও জানিয়েছেন । স্থানীয় বাসিন্দা রাজকুমারী বর্মা বলেন, " আমাদের জানানো হয়েছে চিনা সেনারা সীমান্তে আমাদের জওয়ানদের হত্যা করেছে । আমরা তাই চিনা দ্রব্য বর্জনের এই প্রতিবাদে তাঁদের সঙ্গে রয়েছি । আমি এখন কোনও চিনের তৈরি খেলনা বাড়িতে আমার সন্তানকে উপহার দিই না ।"