মুম্বই, 26 নভেম্বর : তিনদিনের নাটক শেষ ৷ পদত্যাগ করতে বাধ্য হলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ আজ সুপ্রিম কোর্টের মহারাষ্ট্র-পদক্ষেপের পরই নাটকীয় মোড় নেয় মারাঠা ভূমের রাজনীতি ৷ বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠক ডাকেন BJP-র দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর সাংবাদিক বৈঠকের ঘণ্টাখানেক আগেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অজিত পাওয়ার ৷
আস্থা ভোটের আগেই পদত্যাগ অজিত পাওয়ারের
আজ সুপ্রিম কোর্টের রায়ের পর দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক হয় অজিত পাওয়ারের ৷ তারপরই ইস্তফা দেন পাওয়ার ৷
NCP-র অজিত পাওয়ারকে ঘিরে গত তিনদিনের মারাঠা ভূমের রাজনৈতিক গতিপ্রকৃতি নানা খাতে বয়েছে ৷ যেভাবে শনিবার ভোর রাতে অধিকাংশ রাজনৈতিক নেতার ঘুম ভাঙার আগে দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, তা ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ বিষয়টিকে চক্রান্ত, অজিত পাওয়ারের বিশ্বাসঘাতকতা এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় NCP-কংগ্রেস-শিবসেনা জোট ৷
পিঠ বাঁচাতে এবং এমন নিজের অতীত নিয়ে প্রশ্ন ওঠা শুরু করতেই শরদ পাওয়ার ঘোষণা করেন, অজিতের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ৷ দল বা বিধায়কদের কোনও সম্পর্ক নেই ৷ আজ সুপ্রিম কোর্ট রায় দেয়, আগামীকাল আস্থা ভোট করতে হবে মহারাষ্ট্র বিধানসভায় ৷ শীর্ষ আদালতের রায়ের পর দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক হয় অজিত পাওয়ারের ৷ তারপরই ইস্তফা দেন পাওয়ার ৷