মুম্বই, ২৮ নভেম্বর : তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সবকিছু স্বাভাবিক হয়েছে । রাগ কমেছে কাকার । হাসি ফিরেছে বোনের মুখে। এককথায় শান্তি ফিরেছে পাওয়ার পরিবারে । সঙ্গে মহারাষ্ট্রে কংগ্রেস-NCP-শিবসেনার সরকার গঠনের বিষয়টিও নিশ্চিত হয়েছে । তাই সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই ফের 'পুরস্কৃত' হতে চলেছেন অজিত পাওয়ার ।
গতকাল রাতেই তিন দলের বৈঠকে ঠিক হয়েছে, উপমুখ্যমন্ত্রী হবেন একজনই । আর তা NCP থেকেই হবে বলে জানান প্রফুল প্যাটেল । অধ্যক্ষ হবেন কংগ্রেসের । আর NCP সূত্রে খবর, উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ারই । তবে তিনি আজ শপথ নাও নিতে পারেন বলে জানা গেছে ।
ভোটের ফল বেরোনোর পর থেকেই মহারাষ্ট্রে যা যা হয়েছে তার বেশিরভাগই আগে থেকে কেউ আঁচ করতে পারেনি । তার মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা হল, সাতসকালে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে হাত মিলিয়ে অজিত পাওয়ারের সরকার গঠন করা । শুধু তাই নয়, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কাকার অজান্তেই । শরদ পাওয়ারের দাবি ছিল তেমনটাই । যদিও শপথের বেশ কয়েক ঘণ্টা পর অজিত পাওয়ার বলেন, তিনি NCP-তেই আছেন । আর শরদ পাওয়ারই তাঁর নেতা । কিন্তু, বিষয়টিকে ভালোভাবে নেননি অনেকেই । ক্ষুব্ধ সুপ্রিয়া সুলের প্রতিক্রিয়া ছিল, "ভেঙে গেল দল, ভেঙে গেল পরিবার" । দলের অনেকেই বলছিলেন, পিছন থেকে ছুরি মেরেছে অজিত । পরিষদীয় দলনেতার পদ থেকে সরালেও তাঁকে বহিষ্কারের পথে হাঁটেনি NCP । আর সুপ্রিম কোর্ট আস্থাভাটের নির্দেশ দেওয়ার পরই উপমুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন অজিত । বিপাকে ফেলে দেন দেবেন্দ্র ফড়নবিশদের ।
আরও পড়ুন : আস্থা ভোটের আগেই পদত্যাগ অজিত পাওয়ারের