কোঝিকোড়, 7 অগাস্ট : কেরালায় কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান । 184 জন যাত্রী ছিলেন বিমানটিতে । দুই পাইলট সহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম কমপক্ষে 123 জন । আজ দুর্ঘটনাস্থান পরিদর্শন করবেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।
আবহাওয়া খারাপ ছিল । প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল । প্রতিকূল পরিস্থিতিতে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি । বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল ।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA ।
পুলিশ ও দমকলকে দ্রুত পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
ওই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন দীপক শাঠে । এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে । তাঁর বাড়ি মুম্বইয়ে । 2005 সাল থেকে তিনি এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিযুক্ত ছিলেন । এর আগে তিনি বায়ুসেনার উইং কম্যান্ডার ছিলেন । দুর্ঘটনার কবলে পড়া বিমানের কো-পাইলট অখিলেশ কুমারেরও মৃত্যু হয়েছে ।
দুর্ঘটনার জেরে কারিপুর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে । সমস্ত বিমান কান্নুন বিমানবন্দর থেকে যাতায়াত করবে বলে জানানো হয়েছে । NDRF-কে যত দ্রুত সম্ভব দুর্ঘটনাস্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।